বাজারে আসছে ইমো’র কী-বোর্ড || Keyboard market imora
সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের মৌলিক চাহিদার একাংশ হয়ে উঠেছে। প্রতিদিন আমাদের অনেক সময় এই সামাজিক মাধ্যমেই ব্যয় হয়। কেউ এখানে আসে তাদের কাজের জন্য আবার কেউ আসে সময় পার করার জন্য।
সামাজিক মাধ্যমে মূলত ম্যাসেজিং এর মাধ্যমে যোগাযোগ করা হয়। সেখানে আমরা বিভিন্ন ধরণের ইমো ব্যবহার করে থাকি। অর্থাৎ বিভিন্ন কার্টুনের মাধ্যমে আমাদের ইমোশন অন্যকে বুঝিয়ে থাকি। এবার সে সুবিধার্থে তৈরি করা হল ইমো কীবোর্ড।
গত মাসে টম স্কট নামের একজন ব্যক্তি প্রথম ইমোজি কীবোর্ড তৈরি করেন। কিন্তু সে এর জন্য ১৪টি কীবোর্ড এবং ১০০০ টি স্টিকারের ব্যবহার করেন। কিন্তু আপনি এখন সত্যি একটি ভাল কীবোর্ড ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ইমোর জন্য।
এবার ব্লুটুথে চালানো যাবে ‘ইমোজি অয়ার্কস’ নামে একটি কীবোর্ড বাজারে আসছে। এটি ম্যাক, আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যাবে। আপনি আপানার অনুভূতি এবার খুব সহজেই প্রকাশ করতে পারবেন।
প্রতিটি কী-তে আলাদা আলাদাভাবে বিভিন্ন ইমো দেয়া আছে। এর সাহায্যে আপনি আপনার বন্ধুদের তুলনায় আরও ১০ গুণ বেশি গতিতে ইমো টাইপ করতে পারবেন।
এসকল কীবোর্ড ক্রয় করার জন্য আপনার ৮০ থেকে ১০০ পাউন্ড খরচ করতে হবে। তারা তিন ধরণের ইমোজি কীবোর্ড তৈরি করেছেন। স্ট্যান্ডার্ড কীবোর্ডে ৪৭টি ইমো রয়েছে, ইমোজি কীবোর্ড প্লাসে ৯৪টি এবং ইমোজি কীবোর্ড প্রো-তে ১২০টি ইমো রয়েছে।–সূত্র: মেট্রো।
Social media has become a part of our basic needs. Spend a lot of time with us every day this is social. No one comes here once again for their work over time someone comes to.
The approach is through social media messaging. We are using various kinds of the EMO. Our emotions are getting the better of the cartoons. The benefit of doing this is to create the keyboard.
Last month, a man by the name of Tom Scott made the Emoji keyboard. But he's 14 for the keyboard and use the stickers to 1000. But now you can really use a better keyboard only to the Amorites.
You can run the Bluetooth 'emoji ayarkasa, a keyboard coming on the market. It's Mac, iPhone and iPad can be used. It lets you easily be able to express feelings.
EMO has been different for each key individually. With the help of your friends will be able to type more than 10 times the speed emoticons.
To purchase these keyboards will be 80 to 100 pounds. They have created three kinds of emoji keyboard. Standard keyboard has 47 emoticons, emoji keyboard plus 94 and over 120 emoticons, including emoji keyboard on the Pro-Source: Metro.

No comments: