Breaking News
recent

নেস্ট ক্যাম স্মার্ট ক্যামেরায় গোপনীয়তা ফাঁসের আশঙ্কা || Nest Cam smart cameras, privacy leaks risk



ঢাকা: বাসাবাড়ীর নিরাপত্তায় এখন হরহামেশাই ব্যবহার হচ্ছে স্মার্ট ক্যামেরা। কিন্তু অ্যাপস নির্ভর এসব ক্যামেরার বিরুদ্ধে এবার অভিযোগের আঙ্গুলি স্বয়ং এর ব্যবহারকারীদেরই। কারণ এসব ক্যামেরা বন্ধ করার পরও স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। যাতে নিজেদের অনেক গোপনীয় ব্যাপারও ফাঁস হয়ে যাচ্ছে।
সম্প্রতি গুগলের জনপ্রিয় নেস্ট ক্যাম স্মার্ট ক্যামেরার বিরুদ্ধেই এসব অভিযোগ উঠছে। গুগলের মালিকানাধীন নেস্ট ল্যাবসের তৈরি স্বয়ংক্রিয় মোশন এবং অডিও সেন্সর সুবিধার ক্যামেরাটি অ্যাপের সাহায্যে ব্যবহারকারীদের মোবাইলে সতর্কবার্তাও পাঠিয়ে থাকে। কিন্তু ঘরের নিরাপত্তার কাজে ব্যবহৃত ক্যামেরাটির বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে যে, বন্ধ করার পরও চালু থাকে এই ক্যামেরা।

গবেষণা প্রতিষ্ঠান এবিআই বলেছে, প্রয়োজন শেষে ক্যামেরাটির সুইচ বন্ধ করলেও এটি পুরোপুরি বন্ধ হয় না। অপশন বন্ধ হলেও ক্যামেরাটি পুরোপুরি সচল থাকে। ক্যামেরাটি পরীক্ষা করে দেখা গেছে, বন্ধ অবস্থায়ও ব্যাটারির চার্জ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে।
নেস্ট ল্যাবস অবশ্য বিষয়টি স্বীকারও করেছেন। নেস্ট ক্যাম বন্ধ করা হলে, সঙ্গে সঙ্গে এটি পুরোপুরি বন্ধ হয় না। কারণ ব্যবহারকারীরা আবারও ক্যামেরাটি অন করবেন এই ভেবেই ক্যামেরা চালু থাকে। তবে ওই সময়ে সেকোনো ডিডিও বার্তা পাঠায় না। সূত্র : বিবিসি

DHAKA: domestic security, smart cameras are now being used to hear. But these apps rely on the camera itself against the allegations of the users fingers. Because the camera is automatically turned off after. Many confidential so they are detected.
Most recently becoming popular in the charges against Nest Cam smart cameras. Nest Labs, the Google-owned auto-motion and audio sensor Camera App allows users the convenience of a mobile alert is sent. But the home security camera against the allegations that are being used, you have to turn off the camera after.

According to research firm ebiai need to switch off the cameras, but it is not completely closed. While the camera is off options to fully mobilize. The camera has been tested, and turn off automatically if the battery charge.
Nest Labs, however, admit it. Nest Cam off, if not completely close it immediately. Users can not repeat on camera because the camera is turned on by the thought. However, at the same time sends the message sekono DD. Source: BBC

No comments:

Powered by Blogger.