Breaking News
recent

বেড়েছে ইরানে তৈরি মানবিক রোবটের দক্ষতা || Iran has increased the efficiency of human-robot



ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মানবিক রোবট তৃতীয় সুরেনার দক্ষতা ও হাঁটার গতি বেড়েছে। হাঁটা চলা,কথা বলা এবং বস্তু চেনার ক্ষেত্রে আগের রোবটকে ছাড়িয়ে গেছে এটি। আগের মানবিক রোবটের কারণে চৌকশ রোবট নির্মাণ প্রযুক্তিতে বিশ্বের পাঁচটি দেশের অন্যতম হতে পেরেছিল ইরান। ইরানের ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ( আইইই) এ কথা জানিয়েছে।
তৃতীয় প্রজন্মের নতুন রোবট তৃতীয় সুরেনা তৈরি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গতকাল তৃতীয় সুরেনার প্রদর্শনী করা হয়। ১৯০ সেন্টিমিটার লম্বা রোবটে শব্দ এবং ছবি ধারণ করার ক্ষমতা সম্পন্ন সেন্সর বা স্পর্শক বসানো আছে। এর সাহায্যে চারপাশের পরিস্থিতি যাচাই করতে পারে তৃতীয় সুরেনা। এ ছাড়া, মুখ দেখে চিনতে এবং নানা ধরণের দেহ ভঙ্গিমা বুঝতে পারে এটি।
সুরেনা ঘণ্টায় ০.৭ কিলোমিটার বেগে হাঁটতে পারে। আগের রোবটের তুলনায় সুরেনার হাঁটার গতি সাতগুণ বেড়েছে। আগের এ মানবিক রোবট তৈরি হয়েছিল ২০১০ সালে। এ ছাড়া, তৃতীয় সুরেনা দক্ষতার সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে। অসমতল রাস্তা দিয়ে অনায়াসে চলাফেরা করতেও পারে এটি।

Iranian human-robot technology has increased the surenara skill and pace. Walking, talking and to recognize objects in the previous robatake exceeded. Human-robot technology due to the historical build robots could be one of the five countries in the world, Iran. Iranian Institute of Electrical and Electronics Engineering (IEEE) said.
The third generation of Tehran University researchers have created a new robot third surena. The exhibition is the third surenara. 190 cm long probate sound and picture performance to contain sensors mounted on a tangent. To verify that the situation around the third surena. In addition, various kinds of face and body gestures to recognize and understand it.
Surena 0.7 kilometer per hour speed walk. Surenara sevenfold increase in walking speed when compared to the previous robots. This was the first human robot 010. In addition, the steps may vary surena efficiently. It can move effortlessly through the bumpy road.

No comments:

Powered by Blogger.