এ কি ব্যবহারের অনুমতি চাইলেন বিজ্ঞানীরা || What the scientists have asked for permission to use
লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের গবেষকগণ বন্ধ্যাত্ব গবেষণা চালানোর জন্য একটি বিতর্কিত জেনেটিক টেকনিক ব্যবহার করতে চান। গবেষণার পরে ভ্রূণ ধ্বংস করা হবে এবং তা গর্ভের মধ্যে বসানো হবে না। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সরকারের উর্বরতা পর্যবেক্ষণ সংস্থা বললেন, ‘একটা আবেদন গ্রহণ করেছে, যা যথাসময়ে যাচাই করা হবে’। মার্কিন যুক্তরাজ্যে, আইভিএফ (IVF) চিকিত্সায় ভ্রূণ জিন এডিটিং ব্যবহার বেআইনী, কিন্তু এটি একটি লাইসেন্সের আওতায় গবেষণা চালানোর অনুমুতি আছে।
একদল বিশেষজ্ঞ বলেছেন, ‘মানবভ্রূণের জিনগত পরিবর্তন করার ব্যাপারে বিতর্ক থাকলেও আদি ভ্রূণগুলো সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জনের স্বার্থেই এ ধরনের গবেষণার অনুমতি দেওয়া উচিত’। তারা আরও বলেছেন, এভাবে মানবশিশুর জন্ম দেওয়ার অনুমতি এখনই দেওয়া উচিত নয়।
ওই বিশেষজ্ঞ দলের সদস্যদের কেউ জৈব গবেষণা বিষয়ক নৈতিকতা নিয়ে কাজ করেন, কেউ স্টেম সেল গবেষক। আবার কেউ নীতি প্রণয়ন বিশেষজ্ঞ। তাঁরা হিংক্সটন গ্রুপ নামে পরিচিত একটি বৈশ্বিক পরিষদের সঙ্গে যুক্ত। যুক্তরাজ্যে গত সপ্তাহে তাঁদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এক বিবৃতিতে বলা হয়, জিনগত পরিবর্তন সাধন করে মানবশিশু জন্ম দেওয়ার লক্ষ্যে গবেষণার অনুমতি তারা এখনই চান না। তবে যখন সব ধরনের সুরক্ষা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে, তখন হয়তো মানুষের প্রজননের এই প্রযুক্তি নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে। অবশ্য এ ব্যাপারে আরও সারগর্ভ আলোচনা ও বিতর্ক হওয়া দরকার বলে মনে করেন গবেষক দল।
সম্পাদনায়: তাহামিনা শাম্মী।
Francis Crick Institute in London, a controversial genetic technique for the study of infertility, the researchers want to use. Embryo research will be destroyed and will never be implanted in the womb. The BBC said in a report released Friday.
He said the government's fertility watchdog, has received an application, which will be verified in due course. " The United States, IVF (IVF) treatment using embryonic gene editing is illegal, but it has a license under study anumuti.
Said a team of experts, "manababhrunera debate about genetic modification of the original, but for the sake of acquiring the basic knowledge about bhrunagulo such research should be allowed. They said, thus giving birth to human baby should be right now.
The expert team members who work in biological research ethics, stem cell researchers one. Some policy expert. They called hinksatana group associated with a global council. Last week, they held a meeting in the UK.
In a statement, the changes in genetic research aimed at giving birth to human baby they do not want to right now. However, to ensure all the protection and control, then maybe this technology to human reproduction would be morally acceptable. However, it would seem that we need to be more substantial discussion and debate team.
Edit: Shammi tahamina.
No comments: