মঙ্গলে ইঁদুর || Mars rat !
নিউজ ডেস্ক: মঙ্গলে প্রাণ আছে কি নেই সে বিতর্ক বহু পুরনো। কিন্তু প্রাণীর ছায়া দেখতে পেলেও মানুষের উৎসাহের শেষ থাকে না। এর আগে কখনও জীবন্ত নারীমূর্তি, কখনও কাংড়া, কখনও বৌদ্ধমূর্তি।
সবরকম অবয়ব নিয়েই তৈরি হয়েছে বিতর্কের ঝড়। এবার প্রকাশ্যে এল আস্ত ইঁদুর। ইউটিউবে সেই ভিডিও আপাতত নজর কাড়ছে সবার। ভিডিওটিতে দেখা যাচ্ছে মঙ্গলের মাটিতে একটি ইঁদুর।
আর্ট এলিয়েন টিভি নামে একটি চ্যানেলের ইউটিউবে এই ছবি ছাড়া হয়েছে। এটি নাসার ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। এবিষয়ে অফিসিয়াল কোনও বিবৃতি পাওয়া যায়নি। খবর-আলোকিত বাংলাদেশ।
ছবিটির কোনও ব্যাখ্যাও নাসার তরফে দেওয়া হয়নি। আর্ট এলিয়েন টিভির কর্ণধার জো হোয়াইট জানান, ওই জিনিসটি ইঁদুরের মতই দেখতে। আনুমানিক তিন ফুট লম্বা। তবে এটা অপটিক্যাল ইলিউশন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এটাই প্রথমবার নয়। লালগ্রহে একের পর এক এই ধরনের অবয়ব দেকে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু প্রাণের সন্ধান নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর নেই নাসার বিজ্ঞানীদের কাছে।
News Desk: Is there life on Mars, where there is no debate, many old. But when you see the shadow of the animals do not have the courage to finish. Earlier, crude female figures sometimes lively, sometimes Kangra, the Buddha.
The framework has been created with all kinds of debate. The whole rat came openly. All the videos on YouTube now attracting attention. The video shows a rat on Mars.
Art Space TV, a channel on YouTube, this picture has been released. It has been claimed that NASA has been caught on camera. There was no official statement on the issue. News-illuminated Bangladesh.
No further explanation was given to the film on behalf of NASA. Art Alien TV chief said Joe White, the thing look like rats. Approximately three feet tall. However, he said that it might be optical iliusana.
This is not the first time. Lalagrahe one limb Dey repercussions of this kind. There is still no clear answer, but the search for life, NASA scientists said.
No comments: