Breaking News
recent

আসুন জানি কিভাবে আমাদের মোবাইল কাজ করে !! || Let us know how our mobile work !!



মোবাইল ফোনের ব্যবহার ঠিক কবে থেকে শুরু হল তা ঠিক করে বলা মুশকিল। তবে প্রথম যে দুটি টেকনলজি এর পূর্বপুরুষ তা হল রোডিও ও টেলিফোন। এই দুটির সংমিশ্রন ও আধুনিক রুপই হল আজকের মোবাইল ফোন। গ্রাহাম বেল আবিষ্কার করেন টেলিফোন ১৮৭৬ সনে এবং এর ১৮ বছর পরে ১৮৯৪ সনে মার্কনি আবিষ্কার করেন রেডিও।

মোবাইল ফোন এর আগে যারা মোবাইল কমিউনিকেশন এর জন্য গাড়িতে রেডিও ফোন অনেকে ব্যবহার করতো। কিন্তু এটির সাইজ অনেক বড় হওয়াতে সহজে হাতে করে ঘুরে বেড়ান যেতনা। আর সাধারণত তা ২৫ টি মাত্র চ্যানেলের মাধ্যমে সেন্ট্রাল এন্টেনা এর সাথে যোগাযোগ করতো। তার মানে, রেডিও ফোন এর ট্রান্সমিশন ক্ষমতা ৪০ থেকে ৫০ মাইলের মত হতে হত। আর চ্যানেল সংখ্যা

কম হওয়ার কারণে এক সাথে অনেকে ব্যবহার করতে পারতোনা। এবার দেখা যাক বর্তমান মোবাইল ফোন কিভাবে কাজ করে। বর্তমানে একটি শহর বা জায়গাকে মোবাইল কম্পানি অনেকগুলি সেল (Cell) এ ভাগ করে নেয়। সাধারণত প্রতিটি সেল ১০ বর্গমাইলের সমান ও ষষ্ঠভূজ হয়ে থাকে আর প্রতিটি সেলে একটি বেস ষ্টেশন থাকে। আর প্রতিটি সেলে ৮০০ টি Frequency তে কথা বলা যায়। যদিও মোবাইল ফোনে কথা বলার জন্য একটি শহরে অনেকগুলি টাওয়ার প্রয়োজন কিন্তু বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা খুব বেশী হবার কারণে এর খরচ কম হয়ে যায় ও ব্যবসায়ীক ভাবে

সফল হয়। প্রতিটি শহরে একটি সেন্ট্রাল অফিস থাকে যা বেস ষ্টেশন বা টাওয়ার গুলির সাথে যোগাযোগ রাখে। এই সেন্ট্রাল অফিসগুলিকে Mobile Telephone Switching Office (MTSO) বলে। সেল মোবাইল ফোন ও বেস ষ্টেশন Low power transmissions ব্যবহার করে। ফলে মোবইল ফোন অল্পক্ষমতা সম্পন্ন ব্যাটারি দিয়ে চলতে পারে, যার ফলেই আজকের মোবাইল ফোন এত ছোট আকার হয়েছে এবং ভবিষ্যতে হয়ত আরো ছোট হবে।



যখন আমরা মোবাইল অন করি তখন এটি কন্ট্রোল চ্যানেলের মাধ্যমে SID (System Identification Code) গ্রহণ করে এবং তা মোবাইল ফোনের ভিতরের এর সাথে মিলিয়ে দেখে। এছাড়া এটি MTSO এর সাথেও যোগাযোগ রাখে। সেন্ট্রাল অফিস মোবাইল ফোনের অবস্থান একটি ডাটাবেস এ রাখে। অর্থাত্‍ আপনি শহরের ভিতরে কখন কোন সেলে থাকছেন তা সেন্ট্রাল অফিস এর ডাটাবেসে থাকে। যখনই কেউ আপনাকে ফোন করে তখন এই সেন্ট্রাল অফিস তার ডাটাবেস থেকে বাহির করে আপনি কোন টাওয়ারের কাছাকাছি আছেন এবং সেই টাওয়ার থেকে আপনার মোবাইলের ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করে দুইজনের সাথে যোগাযোগ করে দেয় এবং আপনি কথা বলতে পারেন।

মোবাইল ফোনের আরেকটি বড় সুবিধা হল আপনি গাড়িতে কিংবা অন্য কিছুতে চলমান থাকলেও কথা বলতে পারবেন। আপনি যখন কথা বলতে বলতে একটি সেল থেকে অন্য একটি সেলের দিকে এগুতে থাকেন তখন বর্তমানে ব্যবহার করা টাওয়ারটি থেকে দূরত্ব বেড়ে যাবার কারণে অন্য টাওয়ারটির সাথে সংযোগ স্থাপন করে, এর ফলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গাতে গেলেও

নির্বিঘ্নে আপনার কথোপথন চালিয়ে যেতে পারেন। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন টাওয়ারের উপরে সাদা লম্বা লম্বা চারটা বক্স এর মত আছে - কোনটা সোজা ,কোনটা একটু সামনের দিকে হেলানো আবার কোনটা পিছনের দিকে হেলানো। আমাদের মোবাইলে যে ফ্রিকোয়েন্সি আমরা পাই সেটা ঐ সাদা বক্স থেকেই আসে। সেগুলি একেকটা একেকদিকে হেলানো; এর কারণ হল যেটা সামনের দিকে হেলানো সেখানে মোবাইল ইওজার বেশি আর যেটা সোজা সেখানে ইউজার মোটামোটি আর যেটা পিছনে হেলানো সেখানে ইউজার কম। আর সাদা গোল গোল ছোট বড় কিছু বস্তু রয়েছে সেগুলির কাজ হল এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে ফ্রিকোয়েন্সি আদান প্রদানের জন্য। মোবাইল দেখতে ছোট হলে কি হবে এক মুহুর্তের মধ্যে এত কিছু করে ফেলতে পারে কারন এর ভিতরে রয়েছে DSP(Digital Signal Processor)। এর কারণেই আজকের মোবাইল এত স্মার্ট হয়েছে!



আরেকটা কথা না বললেই না, সেটা হল মোবাইল ফোন ডুপ্লেক্স চ্যানেল (Duplex channel) ব্যবহার করে। আপনি হয়তোবা চিনেন ওয়াকিটকি যা পুলিশ সার্জেন্টরা ব্যাবহার করে। এই ওয়াকিটকি সিঙ্গেল চ্যানেল ব্যাবহার করে। যার ফলে শুধু মাত্র কথা বলা কিংবা শোনা সম্ভব। এক সাথে দুইজনেই কথা বলা ও শোনা সম্ভব নয়। যেমন ওয়াকিটকি তে সার্জেন্টরা কথা বলা শেষ করে ওভার শব্দটি বলে, তা শুনে অপর পক্ষ তখন কথা বলে কিন্তু মোবাইল ফোনে ডুপ্লেক্স চ্যানেল ব্যাবহার করার কারণে আপনি ফোনের মতই এক সাথে কথা বলতে ও শুনতে পারেন।

Use of mobile phones is just the beginning when it is difficult to say exactly. The first ancestor of the two technologies is the rodeo and telephone. The combination of these two modern care about beauty in today's mobile phones. Graham Bell invented the telephone in 1876 and 18 years later, in 1894, invented the radio Mercony.

Before the mobile phone to the car radio for the phone number of the mobile communication used. But it was much larger in size could not wander around easily by hand. And usually the only channel through which 5 were in touch with the central antenna. That means the phone's radio transmission capacity would be 40 to 50 miles. The number of channels

One of the reasons people with low paratona use. Let us see how it works in the current mobile phones. Many mobile companies are now in a city or area of ​​the cell (Cell) shares. Each cell is 10 square miles and is usually sasthabhuja each cell is a base station. Frequency of each cell 800 on the talk. While talking on the mobile phone in a city, several towers, but now the number of users is very high due to the low cost of living and business

Is successful. Each town has a central office, which keeps in touch with the base station or tower of. The Central Office Mobile Telephone Switching Office (MTSO) said. Cell phone and the base station using Low power transmissions. As a result of mobile phone battery can run alpaksamata completed, the mobile phone is so small in size that it is today and in the future may be smaller.



When we Mobile on the control channel it through the SID (System Identification Code), and the adoption of the mobile phone check with the inner. It also keeps in touch with the MTSO. Keeps a database of the location of mobile phones at the central office. When the cells remain inside the city, it is the database of the Central Office. Whenever you get a phone call from the central office to the database you're near the tower and the tower frequency to communicate with your phone call and you can talk with the two men.

Another great advantage of the mobile phones in the car, or something else, but you can talk to. When you talk to a cell in a cell to move toward the use of the tower due to the increased distance from the tower to connect to another, from one place to another place, but the

Swing your conversation can continue. When you look at a tall white tower on top of the four boxes are like - what's right, what's a little tilted forward, which is again tilted backwards. We get our phone is the frequency that comes from the white box. Each of them stands ekekadike; This is because the mobile iojara tilted toward the front of the user, and there is reasonably straight, and that the user is tilted back. Some of the small white round object of their work from one tower to another tower frequency for the exchange. Mobile see in a moment what would happen if something so small could make it inside because it is a DSP (Digital Signal Processor). Because of today's mobile is so smart!

No comments:

Powered by Blogger.