পানি থেকে ভারি ধাতু অপসারণে উপায় উদ্ভাবন || Devising ways to remove heavy metals from water
পানি থেকে ভারি ধাতু অপসারণের নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবী করেছেন ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা। পরিবেশবান্ধব উপায়ে ভারী ধাতু সংগ্রহে এ পদ্ধতি কাজে লাগানো হবে বলেই গবেষকদের মত। খবর সায়েন্স ডেইলি-এর।
গবেষকরা জানিয়েছেন, দূষিত পানি থেকে নিকেল, ক্যাডমিয়াম এবং কপারের মত ভারি ধাতু অপসারণ করে সেই পানি পানের উপযোগী করতে পেরেছেন তারা।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নাল-এ।
গবেষকরা জানিয়েছেন, ধাতব ও টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরির কারখানা থেকে প্রতিদিন পানি দূষিত হচ্ছে। এবং পানিতে ভারি ধাতুর পরিমাণ বাড়ছে। অতি সামান্য পরিমাণে হলেও এই ধাতু গুলো পরিবেশে দীর্ঘ সময় ধরে অবস্থান করে, এমনকি শত বছরের ওপরে অক্ষত থেকে মারাত্মক দূষণ ছড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি করে।
গবেষক জোসেফ সেলো জানিয়েছেন, ‘সাইক্লো ইলেক্টো উইনিং’ পদ্ধতিতে তারা দূষিত পানি থেকে ৯৯ ভাগ ভারি ধাতব উপাদান অপসারণ করতে পেরেছেন। এ পদ্ধতিতে ইলেক্ট্রোলাইট উপাদান থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আয়ন আকারে ভারি ধাতব উপাদান গুলো আলাদা করা হয়।’
New methods of removing heavy metals from water Brown University researchers have claimed. Heavy metal collection method utilized in an environmentally sustainable way, researchers would like to be. The Daily News of Science.
According to the researchers, from contaminated water, nickel, cadmium and remove heavy metals like copper could get the water they drink.
Research results have been published in the Journal of Chemical Engineering.
According to the researchers, metals and teksatailasaha variety of products from the factory pollutes the water every day. And increasing the amount of heavy metals in the water. Very small amounts of these metals in the environment for a long time, but the location, the intact, even a hundred years from severe pollution and health damage.
Selo researchers said Joseph, "cyclone ilekto winning" 99 percent of the heavy metals from the contaminated water they have to remove the material. Ions through the electrolyte material in the form of heavy metal elements from the currents are different. "
No comments: