সৌরজগতের বাইরে সবচেয়ে ছোট গ্রহ || The smallest planet outside solar system
সৌরজগতের বাইরে অন্য কোনো 'পৃথিবীর' সন্ধান পাওয়া মানুষের বহুদিনের ধ্যান-জ্ঞান। আর সন্ধানের এ ইতিহাসে প্রতিনিয়তই যোগ হচ্ছে চমকপ্রদ ও আশাপ্রদ নানা ঘটনা ও তথ্য। এমনই এক আশাপ্রদ তথ্য হচ্ছে, আমাদের সৌরজগতের বাইরে সবচেয়ে ছোট গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর পরিবেশও খানিকটা আমাদের পৃথিবীর মতোই। গ্রহটির নাম রাখা হয়েছে 'কেপলার ১০বি'।
যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, কেপলার ১০বি-এর ব্যাস পৃথিবীর ব্যাসের ১ দশমিক ৪ গুণ এবং ভর পৃথিবীর ভরের ৪ দশমিক ৬ গুণ। গ্রহটির ভূপৃষ্ঠ আমাদের পৃথিবীর মতোই পাথুরে। তবে গ্রহটি তার সূর্যকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে বলে সেটিতে প্রাণের উদ্ভব সম্ভব হয়ে ওঠেনি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার টিমের সদস্যরা সিয়াটলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।
সৌরজগতের বাইরে দূরবর্তী গ্রহ-নক্ষত্রের সন্ধানে নাসার বিশেষভাবে নির্মিত টেলিস্কোপ কেপলার ৫৬০ আলোকবর্ষ দূরের ওই গ্রহটি আবিষ্কার করে।
নাসার কেপলার সায়েন্স মিশনে নেতৃত্ব দানকারী সান জোসে স্টেট ইউনিভার্সিটির জ্যোতি পদার্থবিজ্ঞানের অধ্যাপক নাটালি জানিয়েছেন, কেপলার ১০বি যদি এর সূর্যের খুব কাছাকাছি অবস্থিত না হয়ে থাকে, তবু দিনের বেলায় এর তাপমাত্রা ১৩০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কথা। ফলে এতে কোনোভাবেই প্রাণের বিকাশের কোনো সম্ভাবনা নেই। তবুও এই আবিষ্কার এযাবৎকালের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলির গবেষক জিওফ্রে মারসি বলেছেন, 'মহাজগতে আমরা একা কি না, সে সন্ধানে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ। কেপলার ১০বি হলো মহাকাশের চিত্রে বিভিন্ন ঘটনায় আমাদের হারিয়ে যাওয়া নানা তথ্যের মধ্যে যোগসূত্রের মতো। কেপলার ১০বি মানব-ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার ।
Another outside the solar system, the Earth 'found in the long meditation and wisdom. And constantly being added to the search history of the various events and information glittering and promising. One such promising data, the smallest planet outside our solar system have been found. According to scientists, the atmosphere is a bit like our world. The planet has been named Kepler 10-B.
US astronomers said, Kepler 10-B-1 percent to 4 times the diameter of Earth's diameter and mass of 4 percent to 6 times the mass of Earth. The planet's rocky surface like Earth. The planet to orbit the sun, from the origin of life on it has not been possible. The US space agency NASA's Kepler team members of the American Astronomical Society in Seattle, said in a briefing.
Distant planets outside our solar system 560 light-years away in search of the planet: NASA's Kepler space telescope designed specifically to discover.
NASA's Kepler mission science professor of physics who led the San Jose State University, Natalie said light, Kepler 10-B is not located very close to the Sun, but daytime temperatures of about 1,300 degrees Celsius, to go. This means there is no possibility of the development of life. Yet this is the most significant discovery in eyabatkalera.
University of California researcher Geoffrey marasi barkelira said, "We're not mahajagate, he is important in the search. Kepler 10-B of the figure in the sky over the information on the missing link between our time. Kepler 10-B, the most significant scientific discoveries in human history.
No comments: