Breaking News
recent

গ্রাফিন : তথ্যপ্রযুক্তির ভবিষ্যত বদলে দেয়া আবিষ্কার - || - Graphene: IT to change in the future -

কার্বনেরই একটি ভিন্ন রূপ গ্রাফাইট। পেনসিলের সীস হিসেবে এই গ্রাফাইট ব্যবহূত হয়। এটি বিদ্যুৎ পরিবাহী। এই গ্রাফাইটকেই আরেকটু পরিবর্তন করে তৈরি করা হয়েছে গ্রাফিন।

গ্রাফিনের অণু অনেক ছোট,খুবই স্বচ্ছ আর একই সঙ্গে এর কাঠামো খুব শক্তিশালী।গ্রাফিন সবচেয়ে প্রচলিত ত্রিমাত্রিক বস্তু থেকে পৃথক।অন্তর্নিহিত গ্রাফিন একটি অর্ধ - ধাতু বা শূন্য-ফাঁক অর্ধপরিবাহী।

গ্রাফিনে কার্বন-কার্বন বন্ডের দৈর্ঘ্য প্রায় ০.১৪২ ন্যানোমিটার।গ্রাফিন শীট একটি ০.৩৩৫ ন্যানোমিটার-এর আন্তঃতলিয় ফাঁক, যার মানে তিন মিলিয়ন শীটের একটি স্ট্যাক মাত্র এক মিলিমিটার পুরু হবে ।গ্রাফিন হল মৌলিক কিছু গ্রাফাইট, অঙ্গার, কার্বন ন্যানোটিউব এবং ফুলারিন সহ কার্বন অ্যালোট্রোপ এর গঠনগত উপাদান।এছাড়াও অনির্দিষ্টকালের বৃহৎ সুগন্ধযুক্ত অণু, সমতল পলিসাইক্লিক সুগন্ধযুক্ত হাইড্রোকার্বন এর পরিবারের সীমিত কেস হিসাবে  বিবেচিত হতে পারে।



গ্রাফিনের একটা ষড়ভুজ আকৃতির কোষে দুটো কার্বন পরমাণু থাকে যার ক্ষেত্রফল মাত্র ০.০৫২ বর্গ ন্যানোমিটার। ঘনত্ব ০.৭৭ মি.গ্রাম/বর্গ মি.।

গ্রাফিন এত পাতলা যে এটা মাত্র ২.৩% আলো শোষণ করে। এত পাতলা, এত স্বচ্ছ, অথচ গ্রাফিন ইস্পাতের চেয়েও কমপক্ষে একশ’গুণ শক্ত। গ্রাফিনের ভার সইবার ক্ষমতা ৪২.০ নিউটন/মিটার, অথচ ইস্পাতের ভার সইবার ক্ষমতা মাত্র ০.৪০ নিউটন/মিটার।

গ্রাফিনের প্রথম গুণ হলো, এখন পর্যন্ত আবিষ্কৃত সব মৌল ও যৌগের মধ্যে গ্রাফিনই সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী। ফলে কম্পিউটারে সিলিকন চিপের বদলে গ্রাফিন ব্যবহার শুরু হলে কম্পিউটারের গতি কমপক্ষে শতগুণ বৃদ্ধি পাবে।

ভবিষ্যতে মহাকাশ, কোয়ান্টাম মেকানিক্স, অর্থনীতি ও পরিসংখ্যানের বিভিন্ন গবেষণায় এই উচ্চগতির কম্পিউটার ব্যবহার বিজ্ঞানীদের কাজকে আরও সহজ করে দেবে।

গ্রাফিন খুব ভালো তাপ পরিবাহী। ফলে কম্পিউটার সহজেই তাপ ছেড়ে দিতে পারবে,মানে এটার তাপ পরিবাহিতা অনেক বেশি।যতই গরম হোক,তাপ ছেড়ে ঠান্ডা হতে সময় কম নেয় তাই কম্পিউটারে সিলিকন চিপ ও অন্যান্য উপাদানের জায়গায় গ্রাফিন ব্যবহূত হলে কম্পিউটার ঠান্ডা থাকবে।

আবার সবচেয়ে সূক্ষ্মহওয়ায় মনিটরের রেজ্যুলেশন হবে এখনকার চেয়ে অনেক বেশি। পাশাপাশি ভবিষ্যতের স্পর্শকাতর পর্দা (টাচস্ক্রিন) তৈরির প্রধান উপাদান হবে গ্রাফিন।

আইবিএমের প্রকৌশলীরা সিলিকন ট্রানজিস্টর বাদ দিয়ে গ্রাফিন ট্রানজিস্টর উৎপাদন শুরু করেছেন। এ ছাড়া স্যামসাং তৈরি করছে প্রিন্টেড গ্রাফিন ইলেকট্রোড, যা হয়তো আর কিছুদিন পরই চলে আসবে মোবাইল ফোনের টাচ্ স্ক্রিনে।স্যামসাং ইতোমধ্যে তা বাজারযাত করার ঘোষণা দিয়েছে।

নোকিয়াও গ্রাফিন প্রযুক্তির দিকে হাত বাড়িয়েছে কারন এটি বিশ্বাস করে গ্রাফিন তথ্যপ্রযুক্তির ভবিষ্যত বদলে দেবে।

পৃথিবীর সবচেয়ে সূক্ষ্মতম বস্তু গ্রাফিন ব্যবহারের এমন এক পদ্ধতি বৃটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যার ফলে অত্যন্ত উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া সম্ভব।

গবেষকরা বলছেন, গ্রাফিনের ইলেক্ট্রনের উচ্চ সঞ্চরণশীলতা ও বেগের কারণে এ দিয়ে তৈরি ডিভাইস অকল্পনীয় দ্রুত গতির হবে। ফলে যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের চেয়ে এ ধরনের ডিভাইস ১০ বা শতগুণ (সম্ভাব্য) দ্রুততর হতে পারে।

তবে এখন পর্যন্ত এ ধরনের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে প্রধান বাধা হলো এটি খুব বেশি সময় কার্যকর থাকে না।

এই তথ্যপ্রযুক্তি ও প্রকৌশলে ভবিষ্যতের প্রধান উপাদান গ্রাফিন আবিষ্কারের জন্য ২০১০ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন রাশিয়ার অধ্যাপক আন্দেই কন্সতান্তিনোভিচ গেইম ও অধ্যাপক কন্সতান্তিন সের্গিয়েভিচ নোভাসেলোভ।

Karbanerai graphite in a different form. Graphite is used as pencil lead. It is electrically conductive. This change has been made more graphaitakei graphene.

Graphene molecules are much smaller, very transparent and very saktisaligraphina the structure of the conventional three-dimensional objects prthakaantarnihita graphene is a semi - metal or zero-gap semiconductor.

Graphine carbon-carbon bond length of about 0142 sheets nyanomitaragraphina antahtaliya gap of 0,335 nanometers, which means that a stack of three million sheets will be just one millimeter thick graphina the original graphite, carbon, including carbon Nan and Fullerenes allotropes of carbon structural upadanaecharao indefinitely large aromatic molecules, flat palisaiklika case could be considered as limited to the family of aromatic hydrocarbons.



Which two carbon atoms in a hexagonal graphene cell area of ​​only 0052 square nanometers. The concentration of 0.77 milligrams / sq m ..

Graphene is so thin that it is only .3% light absorption. So thin, so transparent, but at least ekasaguna solid graphene than steel. Saibara graphene power load 420 Newton / m, while the steel load saibara only 0.40 newton / meter.

The first quality of graphene, discovered so far the best of all the elements and electrically conductive compounds graphinai. If you start the computer using graphene instead of silicon chips to increase computer speed will be at least a hundred times.

Space in the future, quantum mechanics, the study of economics and statistics make it easier for scientists to use the high-speed computer.

Graphene is a good conductor of heat. As a result, the computer can easily heat up, it means a lot of heat conductivity besiyatai be hot, so it takes less time to heat up, cool computer chips and other elements in silicon, graphene is used to cool the computer.

The need now is greater than the resolution of the monitor suksmahaoyaya. As well as the future of the sensitive screen (touchscreen) of the material graphene.

IBM engineers have started the production of silicon transistors out of graphene transistors. Samsung has made the printed graphene electrons, which may come some time after the mobile phone's touch skrinesyamasam bajarayata already announced it.

Nokia believes graphene, graphene technology because it extended the hand of information technology will change the future.

The use of the finest materials, graphene British scientists have discovered a method of making extremely high-speed Internet access is available.

The researchers say graphene electron velocity due to the high sancaranasilata and will be made with the device unimaginable speed. This communication cable is used to connect to the Internet at the type of device 10 or a hundred times better than the (potential) could be quicker.

However, until now the main obstacle to the use of such devices do not have too long to take effect.

Graphene is a major component of the future of this technology and engineering, received a Nobel Prize for the discovery of 010 Russian professor and professor kansatantina sergiyebhica nobhaselobha andei kansatantinobhica game.

No comments:

Powered by Blogger.