মোবাইল ফোনের টাওয়ার এবং কলিং সিস্টেম || Mobile phone towers and calling system
আপনারা সবাই তো মোবাইল ব্যাবহার করেন তাইনা? মোবাইল আমাদের নিত্যদিনের নানা ব্যাপারকে করে তুলেছে অনেক সহজ এবং গতিময়। তার সাথে এর খারাপ প্রভাবও অনেক। যত কিছুই হোক মোবাইল বিজ্ঞানের এক চরম আবিষ্কার। আমিতো মোবাইল ছাড়া পুরোই অচল। আমার ইন্টারনেট জগত চলে মোবাইল দিয়ে। দু-তিন মিনিটের জন্য মোবাইল না দেখলে অসহ্য লাগে এমন অবস্থা।
আমরা সবাই মোবাইল ব্যবহার করলেও এটি কিভাবে কাজ করে, ফোন কিভাবে আমরা করতে পারি, এসব সম্পর্কে আমরা কয়জনই বা জানি? আমিও নিজেও খুব একটা জানিনা।
তবে যা জানি তার থেকে কয়েকটি কথা শেয়ার করি। যাতে সবাই কিছুটা জানতে পারি। টেকনিক্যাল টার্ম থাকুক, এমনিতেই বলি।
আমাদের আশে পাশে অনেক মোবাইল টাওয়ার দেখি আমরা। আমরা যেখানেই থাকিনা কেন আমরা কোন না কোন টাওয়ারের আয়ত্ত্বে থাকি। যে কোন একটি টাওয়ারের আয়ত্ত্বে খাকি আমরা, কখনোই একইসাথে ২টা বা এর অধিক টাওয়ারের আয়ত্ত্বে নয়। আমরা যে টাওয়ারের আয়ত্ত্বে থাকি সে টাওয়ারে আমাদের ফোন নাম্বার লিপিবদ্ধ থাকে, যা ওই টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারকে জানিয়ে দেয়। অনেকগুলো টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারের আয়ত্ত্বে থাকে। এটি কোন জেলা নিয়ে হতে পারে, আবার আরও ছোট এলাকা কিংবা বড় এলাকা নিয়েও হতে পারে। প্রধানত ব্যবহারকারীর উপর ভিত্তি করে এটি ঠিক করা হয়।
আবার সব সাব-ডিবিশান টাওয়ারও একটি প্রধান টাওয়ার কিংবা কোন একটি ট্রান্সমিশন কেন্দ্রের আয়ত্ত্বে থাকে।
আপনি যখন ফোন করতে যান আপনার কলটি প্রথমে আপনার টাওয়ারে যায়, সেখান থেকে প্রধান কেন্দ্রে চলে যায়। কেন্দ্রে সে খুঁজে বের করে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি কোন টাওয়ার এবং সাব-ডিবিশানে আছে। এর পর সে সাব-ডিবিশানে যায় এবং ওখান থেকে টাওয়ার হয়ে ওই ফোন নাম্বার কিংবা মোবাইলে কলটি যায়। ব্যাপারটি এত দ্রুত হয়যে আমরা বুঝতেও পারিনা।
এখন ব্যাপার হল যে, আমরা তো আর এক যায়গায় বসে থাকিনা। নানা দিকে যাই। গাড়িতে চড়ি। দেখা যায় যে কথা বলতে বলতে আমি এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে চলে গেলাম। এই ক্ষেত্রেতো ফোন কেটে যাওয়ার কথা তাইনা? আগে কেটে যেত। কিন্তু এখন আর যায়না। কারণ বতর্মানে প্রযুক্তি অনেক এগিয়েছে। আমাদের মোবাইল তার নিকটবর্তী সকল টাওয়ারে সিগনাল পাঠায়। তার সবচেয়ে কাছের যে টাওয়ার তাতে সে লিপিবদ্ধ হয় অর্থাৎ তার আয়ত্ত্বে থাকে সে। তাই আর সমস্যা হয়না।
আজ আর না, অনেক হইছে। বড় নোট কেউ পড়েনা। আপনার কিছুটা বুঝলেই আমি সার্থক। সবাই বোঝার জন্য আমি টেকনিক্যাল কথাগুলো এড়িয়ে গিয়েছি, সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তাই কোন ত্রুটি হলে ক্ষমা করবেন।
If you're not all mobile phone use? Mobile has something to our daily lot of simple and dynamic. Many of the worst effects of her. As a culmination of everything in the mobile science. I am so full of obsolete mobile phones. I have gone mobile with the Internet. It takes two or three minutes, the situation unbearable if not for the cell.
How does it work, but we use the mobile phone, how we can do, we kayajanai or know about it? I do not know too much.
However, we know, a number of shares. So that everyone can learn a bit more. Let the technical term, just ask.
We see around us a lot of mobile towers. Even if we are, why we do not have mastery of the tower. We urge that a tower mastery, mastery is never at the same time two or more towers. We have mastery of the tower that provides a record of the phone number in the tower, the tower, which has a sub-dibisana the tower. Many towers are a sub-dibisana mastery of the tower. It can be of any district, the area could be larger or smaller area. It is mainly based on the user is done.
All the sub-dibisana or a transmission tower in the center of the tower is mastery.
When you go to the phone call first goes to your tower, away from the main center. He finds the center of your desired phone number have no towers and sub-dibisane. Then he goes to sub-dibisane and from there to the tower at the phone number or call mobile. Hayaye so quickly that we do not understand the issue.
Now the thing is, we no longer'm not sitting in one place. I went to many. Ride in the car. As can be seen from one tower to talk, I went to one of the towers. This ksetreto phone to go off right? Before it was cut. But now they can not. Today, much of the technology has progressed. Sends a signal to the nearest cell tower us all. He noted that the tower was the nearest to him is his mastery. The problem is not so.
Today not much happened. Does not anyone of note. I was shocked to make any difference however slightly. I got to understand the technical content of the words, and tried to convince them easy. So, if you will forgive any errors.
No comments: