Breaking News
recent

চাঁদের আকাশে পৃথিবীকে কেমন দেখাবে? || Moon in the sky, the earth will look like?



পৃথিবীর কোন মানুষকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তখন তার মনোযোগ প্রথমে যে জায়গায় আকৃষ্ট হবে তা হল চাঁদের আকাশ।প্রথমত চাঁদের আকাশের বুকে বিরাট পৃথিবী দেখে আমাদের অনেক অদ্ভুদ মনে হবে।কারন পৃথিবী ছেড়ে যাবার সময় সে তো আমাদের নিচে ছিল।কিন্তু হঠাৎ তাকে আমরা মাথার উপর দেখব।কারন মহাবিশ্ব এর সাধারন জগতের কাছে আসলে উপর নিচ বলে কোন কিছু নেই।আসলে সব দিক ই সমান।আমরা পৃথিবীর সাপেক্ষে সব কিছুর বিচার করি বলে আমাদের সবসময় এ রকম মনে হয়।তাই যে  পৃথিবীকে নিচে ফেলে এসেছিলাম তাকে মাথার উপর দেখে অবাক হবার কিছু নেই।



এরপর চাঁদের আকাশের অদ্ভুদ রঙ সাথে সাথেই আমাদের মনোযোগ কারতে সক্ষম হবে।কারন মাথার উপরে সুন্দর সুনীল আকাশের বদলে দেখতে পাওয়া যাবে চাঁদের কাল আকাশ।সেখানে নেই কোন সকাল সন্ধার গোধূলি।যেখানে আলো সেখানে চোখ ধাধান আলো আর যেখানে অন্ধকার সেখানে ঘুটঘুটে অন্ধকার।এর মাঝামাঝি বলতে কোন কিছু নেই।আর চাঁদের আকাশে পৃথিবীর যে চক্র টি ঝোলানো তার আকারটি আসলে অনেক বিরাট।কারন তার ব্যাস চাঁদের যে ব্যাস তার চাইতে প্রায় চার গুন বড়।তাছাড়া চাঁদনী রাতে আমাদের আকাশ যেভাবে আলকিত হয় সেভাবে যদি পৃথিবীর বুক আলোকিত হয় তবে তা চাঁদ থেকে দেখতে চাঁদের চেয়ে ১৪ গুন বড় চক্রবিশিষ্ট মনে হবে।অর্থাৎ চাঁদের আকাশের পূর্ণিমা হবে একটা ১৪ গুন বড় পুরনিমা।আসলে যেকোনো ভাস্বর বস্তুর উজ্জলতা শুধু তার ব্যাসের উপর নয় তার প্রতিফলন ক্ষমতার উপর ও নির্ভর করে।আর এই প্রতিফলন ক্ষমতা চাঁদের থেকে পৃথিবীর ৬ গুন বেশি।এসব কারনে পূর্ণ চাঁদ পৃথিবীকে যে পরিমান আলো দেয় পূর্ণ পৃথিবী চাদকে তার ৯০ গুন আলো দেবে।তাহলে চাঁদে তখন মানুষ ছোট হরফের যেকোনো লেখা অনায়াসে পরতে পারবে।



আর একটি কথা বলে রাখি চাঁদের আকাশে কোন তারা মিটিমিটি করে না।কারন সেখানে পৃথিবীর মত কোন বায়ুমণ্ডল নেই।বায়ুমণ্ডলে আলো বিচ্ছুরিত হয় বলেই তারাদের মিটিমিটি জ্বলা আমরা বুঝতে পারি।চাঁদের যেহেতু বায়ুমণ্ডল নেই সতুরাং সেখানে তারারা স্থির আলো দেয়।আমাদের আকাশে যেমন চাঁদ ওঠে আবার ডোবে, কিন্তু চাঁদের পৃথিবী ওঠে ও না আবার ডোবে ও না।সে আকাশের একই স্থানে ভেসে থাকে।এটি হয় চাঁদের বিশেষ গতির কারনে।কি কেমন লাগল চাঁদের আকাশ ?একেবারেই অদ্ভুদ তাই না?

When the man was taken to the moon in the first place that will attract the attention of the world at large in the sky the moon, the moon akasaprathamata habekarana many strange that when he left the earth below us, we head to suddenly chilakintu dekhabakarana on the bottom of the universe is actually no such thing as standard to the world in all aspects of the e-samanaamara neiasale subject to the judge that all our hayatai always seems to be at the head of him that came down on the earth to be surprised There is nothing.



And the strange color of the sky with the moon as unlike our attention to the beautiful blue sky overhead habekarana change can be found on the moon, there is no time akasasekhane godhuliyekhane evening light where there is darkness there is no light in the eyes dhadhana ghutaghute to mid andhakaraera that the cycle of the moon hanging in the sky, something neiara the size of the Moon's diameter than its diameter biratakarana almost four times as baratachara moonlit night sky is shining upon the illuminated face of the earth if you see it from the moon cakrabisista 14 times larger than the moon, the moon, the sky, the moon appears to be a 14 times larger puranimaasale habearthat the incandescent brightness of the object is not only on the diameter of the reflection depends on the capacity and capabilities of the reflection of the moon from the earth 6 times besiesaba kareara The full moon shines in the amount of 90 times the light of the world cadake debetahale walk on the moon, when people are allowed to wear any text lower case.



And an indentation in the sky the moon, the stars blink nakarana there is no atmosphere like the Earth, the stars blink neibayumandale light is dispersed because we do not know paricamdera saturam the atmosphere as the moon rises in the sky, the stars still light deyaamadera dobe, but not the moon, the earth and the sky at the same place again, dobe and nase are swept debate the motion of the moon in the sky, the moon was like karaneki? very strange is not it?

No comments:

Powered by Blogger.