মিল্কিওয়ে গ্যালাক্সি(Milky way) বা আকাশগঙ্গা ছায়াপথ || The Milky Way galaxy (Milky way) or the Milky Way galaxy
আমরা পৃথিবী নামক একটি গ্রহে বাস করছি।আমাদের পৃথিবী, আরও ৭ টি গ্রহ ও তাদের শতাধিক উপগ্রহ, সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।এই ৮ টি গ্রহ ,উপগ্রহসমূহ ও সূর্যকে নিয়েই সৌরজগৎ।কতগুলো গ্রহ-উপগ্রহ ও সূর্যকে নিয়ে যেমন একটি নক্ষত্রব্যবস্থা বা সৌরজগৎ গঠিত হয়, তেমনি এরকম অসংখ্য নক্ষত্রব্যবস্থা নিয়ে গঠিত হয় একটি ছায়াপথ বা গ্যালাক্সি।সূর্য যেমন পৃথিবী ও অন্যান্য গ্রহের আবাসস্থল ঠিক তেমনি গ্যালাক্সিগুলো হল নক্ষত্রদের আবাসস্থল।গ্রহগুলো যেমন সূর্যকে ঘিরে অবিরাম পাক খাচ্ছে,নক্ষত্রগুলোও ছায়াপথে তাদের আপন কক্ষপথে অবিরাম ঘূর্ণায়মান।আকাশগঙ্গা বা মিল্কিওয়ে হল এই রকম একটি ছায়াপথ।আর আমাদের সূর্য হল এই ছায়াপথের একটি সদস্য নক্ষত্র।

চাঁদহীন অন্ধকার রাতে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে(বিশেষ করে শরৎ কালে,কারন এ সময় রাতের আকাশ পরিস্কার থাকে) অসংখ্য তারার এক মনমুগ্ধকর সমাহার দেখা যায়।শহরের আকাশে ধুলাবালির পুরু স্তর থাকায় গ্রামে অথবা মফঃস্বলে গেলে ব্যপারটা ভাল করে বোঝা যায়।যাহোক,এরকম অন্ধকার রাতের তারাখচিত আকাশে লক্ষ করলে দেখা যাবে আকাশের মধ্য দিয়ে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে আলোর এক সুরু অস্পষ্ট কুয়াশার মত ধারা চলে গেছে। এটিই হল মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথ।এই ছায়াপথটির আবার কতগুলো সুন্দর নাম আছে।যেমন -সুর গঙ্গা বা স্বর্গ গঙ্গা।গ্রিক পুরান মতে,দেবী জুনো যখন শিশু হারকিউলিক্স কে স্তন্য পান করাচ্ছিলেন তখন জুনোর বুক থেকে ছিটকে পরা দুধ থেকেই এই ধারার জন্ম।তাই এর নাম হয়েছে via lactea আর ইংরেজিতে বলে milky way।আমরা যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে বাস করছি তার ব্যাস ৯০০০০ আলোকবর্ষ(আলো এক বৎসরে যে পরিমান পথ চলে তাকে আলোকবর্ষ বলে)।আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩০০০০০ কিঃ মিঃ।তাহলে বুঝতেই পারছেন কতটা বিশাল এই ছায়াপথ।আর এর কেন্দ্র থেকে আমাদের সূর্যের দূরত্ব ৮.৫ কিলোপারসেক(৩.২৬ আলোকবর্ষ=১ পারসেক & ১০০০ পারসেক=১ কিলোপারসেক)।ছায়াপথটি sb শ্রেণির।এটিতে নক্ষত্রের সংখ্যা প্রায় ১০০বিলিয়ন।এর মোট দৃশ্যমান বস্তুর ভর প্রায় ২০০০০০০০০০০০ সৌরভরের সমান।যার মধ্যে ৮৭-৯০% হাইড্রোজেন ১০% হিলিয়াম,০-৩% ভারি মৌল।ছায়াপথটির আকার সর্পিল।মোটামুটি এই হল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ।

Karachiamadera earth we live on a planet called Earth, even hundreds of planets and their satellites 7, the center of the sun, the stars ghuracheei 8 planets, satellites and planets and the sun saurajagatkatagulo with the sun of the solar system as a naksatrabyabastha or was formed, as it is composed of numerous naksatrabyabastha Earth and other planets in the galaxy or as gyalaksisurya habitats around the sun, just as the endless galaxies of stars abasasthalagrahagulo the eating, the stars or the Milky Way, the galaxy in their orbit endless ghurnayamanaakasaganga chayapathaara like our sun is a star in the Milky Way is a member.
If you look at the dark night sky cloudless moon (especially during autumn, because the time is cleaning up the night sky), one of the stars of the impressive combination of the thick layer of dust in the sky as seen yayasaharera maphahsbale village or the putting yayayahoka better understood, this dark night tarakhacita of the sky can be seen through the sky from one horizon to another horizon of light, like a fog had started to dim. Some of the Milky Way galaxy or galaxy chayapathaei names acheyemana sura gangagrika out of heaven, according to the Ganges, the goddess Juno, Hercules the children who receive breast milk from wearing out of the chest wall and the Juno of this section janmatai and English to name via lactea milky way. We are living in the diameter of the Milky Way, 90000 light years (one light year away from him the way that the amount of light), the velocity of light, 300,000 km per second and have a good idea of how big this chayapathaara mihtahale distance from the center of our sun is 8.5 kiloparaseka (326 light years = 1 parsec = 1 parsec & 1000 kiloparaseka) chayapathati sb sreniraetite number of stars visible to the total mass of about 100 biliyanaera 200000000000 saurabharera in samanayara 87- 90% hydrogen, 10% helium, 0-3% Heavy maulachayapathatira size sarpilamotamuti This is our Milky Way galaxy, or galaxy.
Some of the galaxies in paretara tathyachayapatha be the size and shape of the oval, spiral, spiral or national variations in aniyamitaekhana thing, because what is assumed that, from 3 billion years after the creation of the universe at the same time, most of the galaxies hayechilamahabisba made the first 3 minutes to generate the hydrogen and helium clouds in the galaxies, the formation of the new gravitational upadanaadima this cloud of compressed gas to inflate the bag with hundreds of billions of gravitational hayanija condense gases compressed and the inner temperature of the decade As they are made up of hydrogen and helium to break the million-degree nuclear fusion energy as a result of the gases emitted hayaebhabe golakagulo energy is becoming naksatreara gas emission and all its gas golakagulo necessarily, depending on how the substance could be transformed into the shape of stars.
দারুন লাগলো। https://mahakashcharona.blogspot.com/2019/03/milky-way.html
ReplyDelete