Breaking News
recent

পালসার বা নিউট্রন স্টার(Neutron star) কি? || Pulsar or neutron star (Neutron star) What?

আচ্ছা যদি বলা হয় এক চামচ পদার্থের ওজন দশ কোটি টন!!!তাহলে কেমন শোনাবে?ভাবছেন, কি উল্টাপাল্টা বকছি তাই না?কিন্তু যতোই অবাক হন না কেন কথাটি পুরোপুরি সত্যি।নিউট্রন স্টার বা পালসার এর এক চামচ  পদার্থের ওজন এমনকি দশ কোটি টন পর্যন্ত হতে পারে।আসলে মহাবিশ্বে এমন বিস্ময়কর বস্তুর বোধহয় অভাব নেই।সত্যি কথা বলতে কি আমারা এখনো সৃষ্টিতত্ত্ব(cosmology) ও মহাবিশ্বের দুরতম অঞ্চলগুলো সম্পর্কে খুব কম ই জানতে পেরেছি।আচ্ছা চলুন এবার জানা যাক পালসার বা নিউট্রন স্টার আসলে কি?



আমাদের সূর্যের মত নক্ষত্রগুলর জন্ম হয়েছে আন্তঃমহাকাশীয় গ্যাসীয় বস্তুর সঙ্কোচনের ফলে।এসব গ্যাসীয় বস্তুর প্রধান উপাদান মুলত হাইড্রোজেন ও হিলিয়াম।এসব গ্যাস এদের নিজ মহাকর্ষ বলের প্রভাবে সঙ্কুচিত হতে থাকে।আর সঙ্কুচিত হতে থাকলে এদের ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে।ফলে উৎপর্ণ হয় প্রচণ্ড তাপ।সেটা যখন বেড়ে গিয়ে মোটামুটি গোটা দশেক মিলিয়ন ডিগ্রি পর্যন্ত হয় তখন শুরু হয় পারমাণবিক ফিউসান বিক্রিয়া।এ পক্রিয়ায় হাইড্রোজেন ভেঙ্গে  হিলিয়াম ও হিলিয়াম ভেঙ্গে  হাইড্রোজেন তৈরি হয়।আর এই দুর্ধর্ষ বিক্রিয়ার ফলে আইনস্টাইনের E=mc২ সুত্র অনুসারে যে ভর খোয়া যায় তা পরিনত হয় বিপুল পরিমান শক্তিতে।এভাবেই তৈরি হয় নক্ষত্রগুলো।এসব নক্ষত্রের মধ্যে দুই ধরনের বল কাজ করে।একটি ভিতরের ফিউসান বিক্রিয়ায় তৈরিকৃত বিপুল পরিমান শক্তি নক্ষত্রের ভিতরের সমস্ত পদার্থকে বাইরের দিকে ঠেলছে।আর অন্যটি এই বিশাল বস্তুসম্ভার তাদের নিজের মহাকর্ষ বলের প্রভাবে ভিতরের দিকে সংকুচিত হতে চাচ্ছে।এমতবস্থায় নক্ষত্রগুলো একটি সাম্যাবস্থায় বিরাজ করে,তার নিজ শক্তি ও আলো বিতরন করতে থাকে।আমদের সূর্য ও এমন একটি সাম্যাবস্থায় আছে।এর বয়স ৫০০ বিলিয়ন বৎসর এবং সে আরও ৫০০ বিলিয়ন বৎসর এই রকম অবস্থায় থাকবে।ভাবছেন কিন্তু তারপর কি হবে?আসলে সকল নক্ষত্রের সাম্যাবস্থার বয়স এক না।এটি নির্ভর করে তার ভর কত তার উপর।যদি নক্ষত্রের ভর সূর্যের ভরের ১.৫ গুন হয় তবে তা একটি বিস্ফোরণের মাধ্যমে তার বহিঃদেশ উড়িয়ে দেবে।এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ।বিস্ফোরণ এর পর পরে থাকে কেন্দ্রস্থ ভারি মৌলের কোঁর।কিন্তু নক্ষত্রের ভর যদি ৩.২ সৌরভরের বেশি হয় তবে তা তার কেন্দ্রস্থ চাপ সহ্য করতে পারে না।এ সীমাকে বলে ওপেনহাইমার-ভলকফ সীমা।যদিও এটি কোন সুনির্দিষ্ট ও সুসংজ্ঞায়িত সীমা না।তবে এটি নিশ্চিত যে যদি কোন নক্ষত্রের ভর ১.৫-৩ সৌরভরের মধ্যে হয় তবে এটি বিস্ফোরণে বাইরের স্তর উরে গিয়ে পরে থাকে সুধুমাত্র নিউট্রনের তৈরি একটি কেন্দ্রস্থ বস্তু বা কোর।এই কোর কোন পরমানু বা অনু দ্বারা গঠিত না, শুধুমাত্র নিউট্রন দ্বারা।এখানে প্রচণ্ড মাধ্যাকর্ষণের প্রভাবে পরমাণুগুলো কোন অনু বা পরমানু হিসাবে না থেকে,একটি প্রোটন ও একটি ইলেকট্রন যুক্ত  হয়ে তৈরি করে একটি নিউট্রন।সাথে উপজাত হিসাবে তৈরি করে একটি ইলেকট্রন এন্ট্রি-নিউট্রিনো।
                                                               electron + proton → neutron + electron anti-neutrino
আর শুধুমাত্র নিউট্রনের ঠাসা এই বস্তুটির নামই নিউট্রন স্টার।এখন কথা হল কেন এখানের বস্তুর ওজন অসাভাবিক বেশি?এর উত্তর পাওয়া যাবে পরমানুর গঠনের মধ্যে।একটি পরমাণুর প্রায় সব ভরই  থাকে তার নিউক্লিয়াসে।কারন একটি পরমাণুর যা ভর তা হল তার প্রোটন আর নিউট্রনের মোট ভর।এখানে ইলেকট্রনের ভর তাদের মোট ভরের তুলনায় এত কম যে তা ধরার  দরকার পরে না।আর এই পুরো ভরটুকুই থাকে পরমাণুর নিউক্লিয়াসে।কিন্তু দেখুন একটি পরমাণুর ব্যাস যেখানে ১০^-৮মিঃ সেখানে নিউক্লিয়াসের ব্যাস মাত্র ১০^-১৫মিঃ।তাহলে বুঝতে ই পারছেন পরমাণুর প্রায় পুরো জায়গাটাই ফাকা।এখন যদি পরমাণুর মধ্যে কোন ফাকা না থাকত তাহলে তার ভর প্রায় এক কোটি গুন বেড়ে যেত।কিন্তু নিউট্রন স্টার আসলে আরও বেশি ঘন।কেননা এখানে পরমাণুর মত ফাকা জায়গা তো নেই ই বরং পুরো নিউট্রন একটি আর একটির সাথে লেগে আছে ঠাসা ভাবে।পরমাণুর নিউক্লিয়াসেও নিউট্রন আর প্রোটনের মধ্যে কিছুটা ফাকা ছিল, কিন্তু এখানে তাও নেই।তাছাড়া অনুসমুহ যখন বস্তু গঠন করে তখন প্রচুর পরিমানে আন্তঃআনবিক ফাকা স্থান থাকে।আর নিউট্রন স্টার এ তো পরমানুই নেই। 😛 তাই আমাদের চেনা জগতের বস্তুর তুলনায় নিউট্রন স্টার এত বেশি ঘন।এত বেশি ঘন যে, যার এক চামচ পরিমান পদার্থ পৃথিবীতে আনলে তার ওজন হবে দশ কোটি টন।এই নিউট্রন স্টারগুলো অবিরত রেডিও পালস নির্গত করে যাচ্ছে, তাই এর আর এক নাম পালসার।কিছু কিছু পালসারের স্পন্দন কাল এত বেশি নিখুত যে এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে  ভাল ঘড়ি বানান যাবে।সাধারনত এই তারাগুলর ব্যাস ১০-৩০ কিঃমিঃ হয়ে থাকে।এর কেন্দ্রে রয়েছে সুপার ফ্লুয়িড(এটি শুধুমাত্র হিলিয়াম গ্যাস পরমশূন্য তাপমাত্রায় নিলে পাওয়া যায়)।আর কোয়ার্ক কে হয়ত শুধুমাত্র এখানে ই নগ্ন অবস্থায় পাওয়া যাবে।১৯৩২ সালে বেল ল্যাবরেটরিতে ডসেনিল নামে এক ছাত্রী ১.৩ সেকেন্ড পর পর একটি বেতার সংকেত পায়।পরে দেখা যায় এটি একটি পালসার।চীনারা ১০৫৪ সালে এটিকে কাকরা নিহারিকাতে ঐ একই  জায়গায় দেখে লিপিবদ্ধ করে গিয়েছিল।পালসার সম্পর্কে আরও কিছু মজার কথা বলার ছিল কিন্তু লিখাটি বেশি বড় হয়ে যাওয়ায় আজকে আর লিখতে পারলাম না।



What is the weight of one spoon of ten million tons of matter !!! If you hear about? I think, what is involved is not so wrong? 'Conduct was surprised but did not quite logically one teaspoon of pulsar matter satyiniutrana Star or even ten million tons of weight pareasale universe seems to be a lack of wonders, we still talk neisatyi cosmology (cosmology), and regions of the universe duratama know very little about the pulsar or neutron star is perechiaccha Let us know what you're going?



Naksatragulara like our sun was born, the main component of gas phaleesaba antahmahakasiya contraction of gases mainly hydrogen gas and hiliyamaesaba thakeara their own gravitational forces could shrink to shrink if the density is increasingly fierce thakephale utparna tapaseta growing up in the rough starts when the ten million degrees of helium and helium nuclear phiusana bikriyae pakriyaya break down the hydrogen, hydrogen in Einstein's E = mc2 hayaara this turbulent reactions, according to the source, it turns out that a huge amount of mass loss of power There are two types of stars are made ebhabei naksatraguloesaba work force created a huge amount of energy to the reaction phiusana bingo.The inner planets of the inner to the outer side of all substances other thelacheara bastusambhara the huge gravitational forces of their own, tightening the inner side of caccheematabasthaya stars equilibrium exists, to distribute its own power and light of the sun and a stable acheera thakeamadera 500 billion years old, and he thakabebhabachena 500 billion years, but this is the situation, then what? In fact, not one of the stars of equilibrium it depends on how much of its mass is 1.5 times as massive as the sun was in his uparayadi stars, it is called a supernova explosions blast debeei blew his bahihdesa bisphoranabisphorana there is the central mass of heavy elements in stars komrakintu 3. If you are over saurabharera its center, unable to withstand the pressure to reach any definite and Oppenheimer bhalakapha simayadio natabe susanjnayita limits to make sure that it is a star of mass 1.5-3 saurabharera However, it is after the blast Urey outer layer made of neutron sudhumatra koraei a central object or any atoms or molecules formed by the core, not only neutron dbaraekhane intense gravitational interactions of atoms from a molecule or atom as a proton and an electron niutranasathe as a byproduct of making the entry generates an electron-neutrino.

                                                               electron + proton → neutron + electron anti-neutrino

The only object called a neutron neutron staraekhana cram this thing here is why the weight asabhabika more? The answer can be found in the structure of atoms and molecules madhyeekati bharai almost all of his niukliyasekarana protons and neutrons of an atom in which the mass of the total mass s so much less than the total mass of the electron, the mass of them being that it requires the whole bharatukui naara is an atom by atom niukliyasekintu 10 ^ -8 m in diameter, where the diameter of the nucleus of the atom is not just about the 10 ^ -15 to mihtahale If you have any spaces between the atoms of the phakaekhana if there was a place for mass neutron star is about a billion times more ghanakenana increased yetakintu spaces like the atom has no neutrons, and a whole rather than the one attached to cram way neutrons and protons in the nucleus of atoms was somewhat empty, but when the matter when it anusamuha neitachara intramolecular spaces abound in thakeara neutron star is the paramanui. 😛 the neutron star is so much more than the world we know and the more frequent the ghanaeta, one teaspoon amount of the substance in terms of its weight in the world will continue to staragulo million tanaei radio pulse of neutrons are emitted, so that's another name palasarakichu so much so that it is time to optimize some palasarera beating the world's best place to watch the debate yabesadharanata this taragulara diameter of 10-30 km in the center of the super fluid (it is available only if the temperature of the helium gas paramasunya) who have longer-quarks only Here can be found the naked dasenila Bell Laboratories in 1932, a student was seen in 1.3 seconds, a wireless signal is a palasaracinara payapare kakara niharikate it in 1054 at the same place on record about giyechilapalasara There was something funny to say, but today has become too large and could not write the article.

No comments:

Powered by Blogger.