বিস্ময়কর এক চন্দ্রগ্রহন || One surprising moon
সূর্য ও চন্দ্রগ্রহন সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। সেই সভ্যতার সুরু থেকেই মানুষ এই বিষয়গুলো নিয়ে গভির ভাবে ভেবেছে।সূর্য বা চাঁদের উপর যখন পৃথিবীর ছায়া এসে পরে তখন চাঁদ বা সূর্যের পৃষ্ঠ আংশিক বা কখনো কখনো পুরোপুরি ঢেকে যায়,যার ফলে তখন অন্ধকার হয়ে যায়।একেই গ্রহন বলে।কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন,চন্দ্রগ্রহনের সময় তারা দিগন্তের একদিকে সূর্য সেই সঙ্গে অন্যদিকে চাঁদের অন্ধকার চক্র দেখেছেন।এ ও কি সম্ভব?কিন্তু ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি, ১৯৩৬ সালের ৪ ঠা জুলাই আংশিক চন্দ্রগ্রহনের সময়ও তা দেখা যায়।
ব্যাপারটা সত্যি একটা ধাঁধা।পৃথিবী সূর্য থেকে চাঁদকে আড়াল না করলেও কি গ্রহন হতে পারে?অমন কোন প্রত্যক্ষদর্শীকে কি বিশ্বাস করা যেতে পারে?যাই হোক বাস্তবে এই ব্যাপারটায় অবিশ্বাসের কোন কারন নেই।কেননা আলোর "আবহ প্রতিসরণ" নামে এক ধরনের বিচ্চুতি হয় যার কারনে সব জ্যোতিষ্ককেই আমরা তার সত্যিকারের অবস্থান থেকে উপরে দেখি।আমরা যখন চাঁদ সূর্যকে দিগন্তে দেখি তখন জ্যামিতিক দিক থেকে তারা আসলে দিগন্তের নিচে অবস্থান করছে।তাই পৃথিবীর মধ্যে দিয়ে আলো যাবার সময় আলোর এই পথচ্যুতটির ফলে আকাশে একই সময়ে সূর্য আর চাঁদের অন্ধকের চক্র দেখা সম্ভব।তবে সূর্য অস্ত যাবার আগে বা সূর্য উঠার ঠিক পরে পুরো গ্রহন লাগা চাঁদকে দেখতে হলে পৃথিবীর এমন জায়গায় দাড়াতে হবে যেখানে চাঁদ গ্রহনের মাঝামাঝি সময়ে, দিগন্তে থাকবে।বিজ্ঞানীরা ১৬৬৬,১৬৬৮,১৭৫০ এর গ্রহণগুলোর প্রতি বিশেষ নজর দেয়,কারন তখন এই অদ্ভুদ ব্যাপারটা অনেক বেশি হয়ে দেখা দিয়েছিল।১৮৮৭ সালের ১৫ ই ফেব্রুয়ারি প্যারিসে চাঁদের এইরকম গ্রহন দেখা জায়।৪ ঠা ডিসেম্বর ১৮৮০ প্যারিসেই আবার এরকম একটা ঘটনা ঘটে।এ রকম ঘটনা আসলে খুব বেশি দেখা যায় না তার কারন খুব কম লোকই তা লক্ষ করে দেখে।তবে আপাত দৃষ্টিতে ব্যাপারটা যতই অবাস্তব বা রহস্যময় মনে হোক না কেন এটা স্রেফ একটা আলোর প্রতিসরনের একটা কারসাজি।
We all know more or less about the sun and the moon. The civilization of the people about these things started deep in the Earth's shadow on the moon, and the bhebechesurya or the moon or the sun's surface is covered partially or sometimes completely, causing the darkened yayaekei received incredible but true that balekintu Many witnesses said they candragrahanera the horizon with the sun and the moon dark cycle dekhechenae possible? But it's incredible but true, on July 4, 1936, is seen during a partial candragrahanera.
Do not hide from the sun, the moon, but it's really a dhamdhaprthibi accept what can not be like that no witnesses could be trusted to do? Whatever it is no reason to believe these terms neikenana light "effect of refraction" all of which are a type of biccuti jyotiskakei from its true location we see on the horizon the sun and the moon and the geometric aspects of dekhiamara when they actually came to light in the horizon of the earth below karachetai of light in the sky at the same time as a result of this deflects the sun and the moon cycle seen andhakera sambhabatabe Sun before the setting sun rise or set to begin just after the full moon when the earth will stand in a place where the moon lay in the middle, on the horizon of thakabebijnanira 1666,1668,1750 grahanagulora gives special attention, because it is becoming a lot more about this strange February 15, 1887 in Paris to the Moon was seen taking inventory of such an event happen again ghatee 4 th December 1880 in Paris have not seen too much of the fact that such events are very few people because of it no matter how unrealistic it is apparent dekhetabe or mysterious as it may seem, it's just an illusion of a light pratisaranera.
No comments: