Breaking News
recent

ম্যাজিক ! || Myājika! Magic !



আপনাকে একটি বরফ এবং একটি সুতা দেয়া হল। বরফটিকে সুতাটি দিয়ে ঝুলাতে হবে। কিন্তু সুতা দিয়ে বরফটিকে বাঁধতে পারবেন না। কি, ঝুলাতে পারবেন? অবাক হচ্ছেন নাকি এটা ভেবে যে এটা কি করে সম্ভব?



হ্যাঁ, এটা আসলেই সম্ভব।



তাহলে বলি কিভাবে এটা করা সম্ভব। প্রথমে যে সুতা দিয়ে বরফটিকে ঝুলাবেন, সেটিকে পানিতে ভালো করে ভিজিয়ে নিন। এবার বরফের টুকরাটিকে একটা পাত্রে নিয়ে সুতাটির এক প্রান্তকে বরফের টুকরার মাঝ বরাবর রাখি। এখন ধীরে ধীরে সুতা বরাবর বরফের উপরে লবণ  ছিটাতে থাকুন। ২-৩ মিনিট অপেক্ষা করার পরে দেখবেন সুতাটি বরফ কেটে ভিতরে ঢুকে যাবে এবং তারপরে বরফটি আবার সুতাসহ জমে যাবে। এখন আপনি সুতাটির অপর প্রান্ত ধরে বরফটিকে উপরে উঠালে দেখবেন বরফটি সুতার সাহায্যে ঝুলছে।



এখন ভাবছেন এটা কিভাবে হল? তাহলে চলুন, এর কারণটা জেনে নিই।



এটা তো আমরা সকলেই জানি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। এই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পানির ফ্রিজিং পয়েন্ট বা হিমাংক বলে। পানির এই ফ্রিজিং পয়েন্টকে চাইলে কমিয়ে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নিয়ে আসা যায়।

উপরের ম্যাজিকটিতে ঠিক এই ধরণের ঘটনা ঘটে। বরফের উপর সুতা রেখে তার উপরে লবণ ছিটিয়ে দেয়ার ফলে পানির হিমাংক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কমে আসে। ফলে বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকলেও তা গলতে শুরু করে। যার ফলে সুতাটি বরফের ভিতরে ঢুকতে থাকে। যখন লবণের ক্রিয়া শেষ হয়ে যায়, তখন আবার হিমাংক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে এবং বরফ সুতার চারপাশে জমতে শুরু  করে। ফলে যখন বরফ জমাট বেঁধে যায়, তখন সুতাটিকে উপরে তুললে বরফও সুতার সাথে উপরে উঠে আসে এবং ঝুলতে থাকে।



বিজ্ঞান এক ধরণের জাদুর মত। আর বিজ্ঞানের কিছু মজার প্রজেক্ট বিজ্ঞান শিক্ষার মাঝে আনন্দ আর মজা নিয়ে আসে।


An ice and a twist is given to you. Baraphatike will jhulate yarn. Baraphatike can not be bound with yarn. What can jhulate? Or was it possible that it's the thought that it?



Yes, it is possible.



So how is it possible to say. With the first twist baraphatike jhulabena, and soak it in water like this. One twist on the edge of a piece of ice in a container to put the pieces of ice in the middle. Stay on top of the salt chitate now twist slowly along the ice. After waiting for 3 minutes you can see the twist in the snow, cut inside and then again baraphati sutasaha be thrilling. Now you can twist the other end of the string hanging baraphati see baraphatike raised above.



Now think of how to do it? If you're going to assume that's the reason.



We all know that it's zero degrees Celsius temperature, water freeze. The freezing point of zero degrees Celsius, the temperature of the water or to himanka. If you want to reduce the freezing point of water could be brought down to zero degrees Celsius.

This occurs in the upper right myajikatite. Sprinkle salt on the ice above the water, causing her to twist the himanka zero degrees Celsius, slightly lower. As a result, even if the snow starts to melt at a temperature of zero degrees Celsius. Twist the ice have to go inside. When was the last action of salt, then moves again himanka zero degrees Celsius temperature, and ice began to accumulate around cotton. As a result, when the ice is freezing, he comes up with cotton yarn baraphao raised above and is hanging.



Science is like a kind of magic. And the joy and fun of science in science education projects in some funny way.

No comments:

Powered by Blogger.