Breaking News
recent

সেমিকন্ডাক্টরের সরল পাঠ: পারমাণবিক গঠন || Simple semiconductor lesson: nuclear structure



সেমিকন্ডাক্টরের বাংলা হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী শব্দটি বলছে এমন ধরনের বস্তুর কথা যা অর্ধ বা অর্ধেক পরিবহন করে। একটু হাস্যকর হয়ে গেলো কথাটা। কি অর্ধেক পরিবহন করে? আসলে পরিবাহী বস্তু বা কন্ডাকটর বিদ্যুৎ পরিবহন করে সম্পূর্ণ পরিমানে। আর অপরিবাহী বস্তু বা নন-কন্ডাকটর পরিবহন করে শূন্য পরিমান। এই দুই চরম সীমান্তের মাঝামাঝিতে যার অবস্থান সেই অর্ধপরিবাহী। অর্থাৎ অর্ধপরিবাহীর বিদ্যুৎ পরিবহন করার সামর্থ্য বা ইচ্ছা সুপরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি। এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহনের ধারনা থেকে অর্ধপরিবাহকের সংজ্ঞা।  রোধ বা রেজিস্টেন্স এর দৃষ্টিভঙ্গীতেও সেমিকন্ডাক্টরের সংজ্ঞা দেয়া যায়। কন্ডাক্টরের রেজিস্টেন্স তুলনামূলকভাবে অনেক কম থাকে (কপারের রেজিস্টিভিটি ১০-৮Ω-m), আর নন-কন্ডাক্টরের রেজিস্টেন্স (মাইকার ১০১১Ω-m) থাকে অনেক বেশী। সেমিকন্ডাক্টরের রেজিস্টেন্স থাকে এদের মাঝামাঝি (সিলিকনের ১০-৪Ω-m)।

সাধারনত পরিবাহকের পারমানবিক গঠন এমন হয় যে সামান্য পরিমান চাপাচাপি করলেই (অল্প বিভব পার্থক্য প্রয়োগে) সে বিদ্যুৎ পরিবহন করে। অর্ধপরিবাহীকে পরিবাহকের চেয়ে একটু বেশী সাধাসাধি করতে হয়। আর অপরিবাহক? তাকে শত অনুরোধ-উপরোধ-চাপাচাপি, এমনকী ধমক  দিলেও কোন লাভ হয় না- কোন মাত্রারই বিদ্যুৎ পরিবহন সম্ভব হয় না (বেচারার দোষ নাই, যে যেটা করতে পারেনা তাকে কোন কিছু বলেও লাভ নাই)। সত্যি কথা বলতে কোন বস্তু ইচ্ছা করে সুপরিবাহী বা অপরিবাহী হয় না। তাদের এই বৈশিষ্ট্য আসলে তাদের পারমানবিক গঠনের ওপর নির্ভর করে। এটা ঠিক যে পারিপার্শ্বিক চাপ ও তাপমাত্রা কোন বস্তুর বিদ্যুৎ পরিবহনের ওপর প্রভাব ফেলে, তারপরও স্বাভাবিক তাপ ও চাপে বস্তুর আসল বৈশিষ্ট্যগুলোকেই পাওয়া যায়। যে গঠনগত পার্থক্যের কারনে প্রকৃতি বদলে যায়, তা লুকিয়ে আছে পদার্থের পরমানুর মধ্যে ইলেকট্রন-প্রোটনের বিন্যাসের মধ্যে।
বিদ্যুৎ পরিবাহক কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এই নিয়ে অনেক বিশদ ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে, আলোচনা আছে। আমরা যদি শুধুমাত্র ভালো পরিবাহকের পারমানবিক গঠনটুকুর দিকে চোখ রাখি, তাহলে দেখবো যে তাদের ইলেকট্রন বিন্যাসের কারনেই সর্ববহিঃস্থ স্তরের কয়েকটি ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আসক্তি কম। ঢিলেঢালাভাবে লেগে থাকা এই ইলেকট্রনগুলো সামান্য উস্কানীতেই অন্য পরমানুর সাথে বন্ধন তৈরীতে বা বিদ্যুৎ প্রবাহে ব্যবহৃত হয়। আসুন দেখা যাক খুব পরিচিত তড়িৎ পরিবাহী কপারের একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস। কপারের পারমানবিক সংখ্যা ২৯। এই ২৯টি ইলেকট্রন ধারন করার জন্য দরকার পরে তিনটি কক্ষপথের। পলি’র এক্সক্লুশান/বর্জন নীতি বলে প্রথম কক্ষপথে ২টি, ২য় কক্ষপথে ৮টি এবং ৩য় কক্ষপথে ১৮টি ইলেকট্রনের জায়গা হবে। কপারের প্রথম ৩টি কক্ষপথে তাই ২৮টি ইলেকট্রনের সংস্থান হয়। অবশিষ্ট ১টি ইলেকট্রন তাই থাকবে ৪র্থ বা একেবারের বাইরের কক্ষপথে। ৪র্থ কক্ষপথের ইলেকট্রন ধারনক্ষমতা ৩২টি। ক্ষুধা যেখানে ৩২টির কপারের সেখানে আছে ১টি। এই ১টির প্রতি তাই কপার পরমাণুর নিউক্লিয়াসের মায়া-মমতা বেশ কম। মূলত একারনেই কপার খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কারন বিদ্যুৎ প্রবাহের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনের স্রোত তৈরীতে এই বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো অংশ নেয়। এই বৈশিষ্ট্য শুধু কপারের নয়, বরং কপারের মত ইলেকট্রনিক বিন্যাস যাদের (বহিঃস্থ কক্ষপথে ১/২/৩ টি ইলেকট্রন বা যাদের আমরা ধাতু বলে থাকি), তাদের ক্ষেত্রেও সত্য।



কপার পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসছবি: কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস

অপরিবাহী/নন-কন্ডাক্টর বা অধাতুর ক্ষেত্রে দৃশ্যপটটা উল্টো হয়। অধাতুর ইলেকট্রন বিন্যাস এমন থাকে যে পরমাণুগুলো তাদের সর্ববহিঃস্থ স্তরের ধারনক্ষমতা পূরণের খুব কাছাকাছি থাকে (১/২টি ইলেকট্রন কম থাকে)। ফলে তারা তাদের ইলেকট্রন ছেড়ে দেয়ার চেয়ে অন্য কারো কাছ থেকে পাওয়ার জন্য ভীষন উদগ্রীব হয়ে থাকে। যার ফলাফল ইলেকট্রন প্রবাহ তৈরী না হওয়া।

অপরদিকে আমরা যদি সিলিকন পরমাণুর দিকে নজর দেই, দেখবো যে সিলিকনের পারমাণবিক সংখ্যা ১৪। এর বাইরের স্তরে ৮টি ইলেকট্রনের ধারনক্ষমতার প্রেক্ষিতে সিলিকনের আছে ৪টি। যেসব পদার্থের বাইরের কক্ষপথে ১/২টি ইলেকট্রন থাকে তাদের মত সিলিকন সহজেই তার বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো সহজে ছেড়ে দিতে পারেনা। আবার অধাতুদের মত একটি ইলেকট্রনও তো ছাড়বোই না, বরং আমাকে আরো ইলেকট্রন দিতেই হবে এমন গোঁ ধরেও থাকতে পারে না। সিলিকনের এই আচরন তাই ধাতু (তড়িৎ পরিবাহী) ও অধাতুর (তড়িৎ অপরিবাহী) মাঝামাঝি। কন্ডাক্টরের তুলনায় কিছুটা বেশী বল প্রয়োগ করে এই ইলেকট্রনগুলোকে তার অরবিট থেকে বের করে এনে তড়িৎ প্রবাহের সৃষ্টি করা যায়।



ছবি: সিলিকনের ইলেকট্রন বিন্যাস


কন্ডাকটরের উদাহরন: তামা, লোহা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি

নন-কন্ডাক্টরের উদাহরন: অক্সিজেন, সালফার, ক্লোরিন, ইত্যাদি
সেমিকন্ডাক্টরের উদাহরন: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, ইনডিয়াম, ইত্যাদি।



The semiconductor semiconductor Bengali. Semiconductor says it half and half, which was the object of such transportation. That was a little ridiculous. What if half of the transportation? In fact, the amount of conductive material or conductor conductor. The conductor insulation or a non-zero amount of transport. The location of the border between the two extremes of the semiconductor. The ability to transport electricity in a semiconductor or insulator between desire and absorbing. This is the definition of power semiconductor transporting ideas. In view of the resistance of the resistor or semiconductor can be defined. Kandaktarera resistance is comparatively low (Cu rejistibhiti 10-8Ω-m), and the non-kandaktarera resistance (Micah 1011Ω-m) is much higher. The resistance between the semiconductor (silicon 10-4Ω-m).

Generally, the structure is such that a small amount of pressure when the nuclear carriers (applying a voltage difference), the conductor. Is a little more insistent than ardhaparibahike carriers. And aparibahaka? The request of the request-suppression, and rebuked, are not even any matrarai power transmission is possible (not the fault of poor, that I can not do anything to him, she did not). The truth of any matter that is not absorbing or insulation. In fact, this feature depends on their atomic structure. It's just that the pressure and temperature of the surrounding objects that affect the transport of electricity, heat and pressure, the actual baisistyagulokei is still normal. Due to the structural differences in the nature of the change, the atoms of the substances are hidden in the electron-proton formats.


The conveyor is a lot of detailed explanation of how the conductor, in theory, are discussed. If you keep your eyes just like we gathanatukura nuclear carriers, then we will see that some of the electrons in the outermost layer, the electron-style on the part of the nucleus is less addictive. Loosely cling to build ties with the electrons or current flow a little uskanitei other atoms are used. Let's look at the layout of the electrical conductive copper electrons in an atom. Cu atomic number 9. To accommodate this need, after three orbits of electrons 9. Palira exclusion / exclusion policy orbit the first two, the second orbit, 8 and 18 electrons orbit the 3rd place. So the 8 electrons orbit the first 3 copper resource. The remaining 1 will be the 4th or so have very outer electrons in orbit. Electrons orbit capacity of 4 3. 1 of 3 copper where there is hunger. 1 of the atomic nuclei of copper compassion towards the less. The reason copper is very easy to transport. Because the currents required for the manufacture of electron currents of electrons takes part in this outer layer. This feature not only copper, but copper are the electronic format (123 outer orbit of electrons or those that we say), its true.



Copper binyasachabi electron atoms: electrons in the atoms of Copper Range

Insulator / non-conductor or Non drsyapatata case is the opposite. Non-electrons in their outermost layer of atoms that have the capacity to meet the format is very close to (1 / two electrons is lower). As a result, they give up their electrons from anyone other than the desire for power is desperate. The results of which were made by the flow of electrons.

On the other hand, if we focus on the silicon atoms, will see that the atomic number of silicon 14. The level of silicon in terms of capacity is 4 to 8 electrons. The material outside the orbit of the 1 / two electrons in their outer level of the silicon easily electrons can not easily give up. Charaboi an electron is not like adhatudera again, but that will give me more electrons can not assume insistence. So the behavior of silicon metal (electrical conductor) and Non (electrical insulation) in the middle. This is a little more force than kandaktarera ilekatranaguloke out of its orbit to create the electrical flow.




Kandakatarera example: copper, iron, silver, aluminum, etc.

Non-kandaktarera example: oxygen, sulfur, chlorine, etc.
For example, semiconductor silicon, germanium, gallium, arsenaida, indium, etc.

No comments:

Powered by Blogger.