Breaking News
recent

আইসিইউতে মা-বাবার বিয়ে: অতঃপর মেয়ের কাণ্ড || Parents' marriage IN ICU : daughter, then cord



নিউজ ডেস্ক:মৃত্যুর আগেই হাসপাতালের আইসিইউতে বসে বিয়ে করেছেন জুবাল কিরবি।দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ফুসফুসের রোগে ভূগছেন।৪৯ বছর বয়সী জুবাল কিরবি দীর্ঘদিন ধরেই ভুগছেন পালমোনারি ফাইব্রোসিস রোগে। তিন সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ‘ক্যারোলিনাস মেডিক্যাল সেন্টার’ হাসপাতালে। এখনও তার কোন উন্নতি হয়নি।
তাঁর জীবন ফুরিয়ে আসছে দ্রুত বুঝতে পেরে ২৬ বছর ধরে যাঁর সঙ্গে ঘর করছেন, সেই কলিন কারবিকে জুবাল বিয়ে করলেন হাসপাতালেই।
গত সোমবারই হাসপাতালে জুবালকে বিয়ে করেছেন কলিন। বিয়েটা এতোই তাড়াতাড়ি সেরে ফেলতে হয়েছে যে, তাঁদের কুড়ি বছর বয়সের মেয়ে কাইলা মা-বাবার সেই বিয়েতে হাজির থাকতে পারেননি। কিন্তু অনেকেই ছিলেন সেই বিয়েতে। ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মীরা। কলিন-জুবালের আত্মীয় আর সাংবাদিকরা।
তবে মেয়ে কাইলার বিয়েতে হাজির থাকতেই হবে তার বাবাকে। তাই কাইলা তাঁর বিয়ের দিন অন্তত সাত মাস এগিয়ে এনেছেন। ড্যানিয়েল হেইলির সঙ্গে কাইলার বিয়েটা হওয়ার কথা ছিল আগামী বছরের জুলাইয়ে। কিন্তু, বাবা জুবাল আর কত দিন বাঁচবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকায় কাইলা এগিয়ে নিয়ে এসেছেন তাঁর বিয়ের দিন। আগামী মাসেই কাইলা বিয়ে করছেন ড্যানিয়েলকে।

News: ICU at the hospital before his death, he married kirabidirghadina jubala suffering from chronic lung disease, 49-year-old Kirby jubala long suffered from pulmonary fibrosis. Three weeks ago, was admitted to the United States in North Carolina, "kyarolinasa Medical Center Hospital. Was still no improvement.
Quickly coming to the end of his life, knowing of whom are over 6 years, the hospital took Colin karabike jubala.
Colin jubalake married last Monday in the hospital. The marriage has to recover so quickly, their twenty-year-old daughter Kaila's parents could not attend the wedding. But many of the marriages. Hospital of doctors, nurses, staff. Colin-jubalera relatives and journalists.
The girl appeared to have the wedding of her father Kailar. Has at least seven days ahead of his wedding day, so Kaila. Hailee Kailar marriage was to be with Daniel in July next year. However, parents jubala how long to live, because I doubt whether Kaila brought forward his wedding day. Daniel is getting married next month, Kalila.

No comments:

Powered by Blogger.