জ়েনে নিন আজ আপনার দিনটি কেমন যাবে || Please note, today is your day to be a sort of
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী: আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও চন্দ্র। ২৯ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট।
Astrology Shastri Fakir Mehdi Yasser Arafat: If today is your birthday, according to Archer Western Sun / jatika. To affect the planet Jupiter and the Moon. Being born on the moon's influence is evident in 9 date.
আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯।
Happy Number: 2,11,20,29.
আপনার শুভ বর্ণ: সকল শেডের হলুদ ও সাদা। শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও সোম ।
Happy color: all shades of yellow and white. Happy Planets and times: Thursday and Monday.
শুভ রত্ন: পোখরাজ ও মুনস্টোন ।
আজ যারা জন্মেছেন: জ্যোতির্বিদ ডপলার,সাহিত্যিক কার্লো ল্যাভি,দীলিপ সোম প্রমূখ।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। রাত ১২:৩৮ পর্যন্ত ৪র্থী তিথি চলবে, পরে ৫মী তিথি।
শুভ সময়: সকাল ৭:২৫-০৯:৩১ দুপর-১২:২১-৩:১০,৩:৫৫-৪:৩৫ রাত- ৮:০০-৯:৪৫ পর্যন্ত সকল কার্য শুভ।
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): আজ কোনো কাজে পাড়া প্রতিবেশীর সহায়তা পেতে পারেন। কোনো সু-সংবাদ পাওয়াতে মনের আনন্দ বৃদ্ধি পাবে। আজ ছোট ভাই বোনের কর্ম লাভের যোগ দেখা যায়। কর্ম সংক্রান্ত কোনো ক্ষেত্রে ভালো যোগাযোগ হতে পারে। বৈদেশিক ব্যবসা বানিজ্যে নতুন যোগাযোগ শুভ। বস্ত্র ব্যবসায়ীরা লাভবান হতে পারেন।
বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে): আর্থিক সংকটের সমাধান হতে পারে। ব্যবসায় ভালো কিছু বেচাকেনা হওয়াতে আপনার আর্থিক সঙ্কটের সমাধান হয়ে যাবে। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হতে পারে। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়াতে পারেন। কথাবার্তায় সতর্ক থাকুন। পরিচিত কারো সাথে অসৌজন্যমূলক আচরন করে বসতে পারেন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ শরীর স্বাস্থ্য ভালো হবার সম্ভাবনা রয়েছে। মানসিক শক্তি ফিরে পাবেন। আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্রুপক্ষ আপনার প্রভাব দেখে পিছনে সরে যাবে। ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। ব্যবসায়ীক কারনে আপনার বিদেশ যাবার সুযোগ চলে আসবে। ঠিকাদারী ব্যবসায় ভালো লাভ হবার যোগ রয়েছে।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। দূর থেকে কোনো আত্মীয় দেশে ফিরে আসবে। আপনার নিজেরও ভ্রমনে যাবার পরিকল্পনা বাস্তবায়িত হবে। আবাসিক হোটেল মোটেল ব্যবসায়ীরা ভালো আয় করার সুযোগ পেয়ে যাবেন।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ বড় ভাই বোনের বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। কোনো কারনে কোনো বন্ধুর সাথে মনমালিন্য হবার আশঙ্কা রয়েছে। প্রভাবশালী বন্ধুর সহায়তায় আপনার কাজে অগ্রগতি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ভাই বোনের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পাবেন। প্রেম ও রোমান্সে কিছু ঝামেলার সম্মূখীন হবার আশঙ্কা।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): আজ বেকারদের চাকরী লাভের সম্ভাবনা প্রচুর। সদ্য পাশ করা প্রকৌশলীদের চাকরী সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। সরকারী চাকরীর জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবার সুযোগ রয়েছে। তবে বি সি এস প্রশাসনে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। আপনার বর্তমান কর্মস্থলে কোনো নতুন পরিবর্তন হবার সম্ভাবনা ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনেচ্ছুকদের ভিসা লাভের সম্ভাবনা রয়েছে। কোনো কাগজ পত্র জমা দিতে হতে পারে। জীবিকার তরে যারা বিদেশ যাবার প্রত্যাশী তাদের ভিসা লাভের যোগ প্রবল। আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। কোনো বুজর্গ ব্যক্তি বা শিক্ষকের সাথে দেখা হতে পারে। উচ্চ শিক্ষা শুভ।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ সরকারী কর্মচারীদের কাজে জটিলতা বৃদ্ধির যোগ রয়েছে। বিনিয়োগে আশানুরূপ লাভ হবে না। রাস্তাঘাটে সাবাধানে চলাফেরা করবেন। দূর্ঘটনা এড়িয়ে চলতে তাড়াহুড়া করবেন না। সাবধানে যানবাহন চালান। আজ আইনগত জটিলতা দেখা দেবে। ব্যবসায় ঋণ সংক্রান্ত ঝামেলা হবার যোগ রয়েছে। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে বাধা বিপত্তির শিকাড় হতে হবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডি০সেম্বর): ব্যবসায় বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। তবে কোনো অংশীদারের সাথে মনমালিন্য হবার আশঙ্কা দেখা যায়। আপনার বিবাহের কথাবার্তায় বাধা বিপত্তি দেখা দেবে। জীবন সাথীর শারীরিক অবস্থার সামান্ন উন্নতি আশা করা যায়। নব দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হবার আশঙ্কা রয়েছে। কারো কথায় অনুপ্রানিত হয়ে নতুন বিনিয়োগ না করাই ভালো।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): আপনার কর্মচারীদের ওপর বিশেষ নজর দিন। তাদের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। শত্রু পক্ষ আজ আপনার ক্ষতি করতে তৎপর হয়ে উঠবে। আজ কর্মস্থলে সহকর্মীদের সহায়তা পাবেন না। তাদের আচরনে কষ্ট পেতে পারেন। বিকালের দিকে কিছুটা অসুস্থতা বোধ করবেন। আপনার কোনো অনৈতিক সম্পর্ক আজ আপনাকে কষ্ট দিতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। উচ্চ শিক্ষার শিক্ষার্থীরা বাধাপ্রাপ্ত হবেন। আজ শিল্পী ও কলাকুশলীরা ভালো সুযোগ পেয়ে যাবেন। প্রেম ও রোমান্সে কিছুটা উন্নতি আশা করা যায়। প্রিয়জনের জন্য কোনো কেনাকাটায় ব্যস্ত থাকতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় ব্যস্ত থাকতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): আপনার যানবাহন লাভের যোগ বলবান। কারো সাহায্যে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজ গৃহে বহু আত্মীয় সমাগমের যোগ দেখা যায়। জাতিকাদের আজ আসবাব পত্র ও গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় শুভ হবে। কোনো বাল্য বন্ধুর সাহায্য পেতে পারেন।
Happy Gems: Topaz and munastona.
Today, those who were born: Doppler astronomer, writer Carlo Lavin, Dilip Mon others.
Moon Location: The Moon in Gemini will sum. 1238 will be remembered rthi night, up to 4, 5 to the day of Mir.
Good Time: 7am: 2509: 31 places 12: 213: 10.3: 55-4: 35 rata 8: 00-9: 45 until all the good work.
Aries (April 1 marca 0): Today in the neighborhood, the neighbors to get help. Will increase the joy of getting any good news. The added benefit is younger brothers and sisters in action. Action may be good communication in any case. Happy new contacts with foreign trade business. Traders may be of benefit.
Taurus (April 0 May 1): Financial crisis can be solved. Business is good, because there was some selling of the financial crisis to be resolved. Efficiency savings efforts can be. You can get involved in a dispute with a relative. Be careful conversation. Anyone can sit harm the behavior.
Gemini (May 1 - 0 June): The body is expected to be in good health. Mental strength will return. Your influence will increase. You can see the effects of your opponent back. You can pick up a new business venture. You will have the opportunity to go abroad for business reasons. There are good profits to be added to the construction business.
Cancer (July 1 juna 0): The expenditure will continue to increase. You can go away somewhere. Today, travel agents and transport businesses are able to gain good. From a distance, a relative will come back. When you plan to travel, too. Traders will get a chance to earn a good income residential hotel motel.
Leo (July 1 to August 1): Today is the big brother or sister in marriage, there will be bumps. Because there is no risk of manamalinya with a friend. Your task will progress with the help of influential friends. University students receive some financial support from older brothers and sisters. Love and romance at risk of being run into some trouble.
Virgo (X agasta September): The unemployed plenty of chances to gain employment. Just to the side of the job-related complications lead to the closure of the engineers. An influential person has a chance of getting support for public employment. However, any type of disturbance may occur in the administration of B-CS. The chances of any new changes in your current workspace.
Libra (September 1 to October 3): Today higher education has the potential to gain a visa gamanecchukadera abroad. May submit any paper. We hope you walk away the livelihoods of those who go abroad to receive their visas and add strong. Happy with your religious and theological works. Bujarga any person or teacher could be seen. Happy higher education.
Scorpio Star (October-November 0 X) is added to increase the complexity of the task of government employees. Investment is expected to be received. Sabadhane not walk in the streets. Do not hurry to avoid an accident. Carefully run vehicles. Today there will be legal complications. Business loan is added to the kettle. Repayment of bank loan installments will be sikara obstacles.
Sagittarius Star (November 1 - 0 D 0 sembara) Business can overcome bumps. However, the risk of being seen manamalinya with any partner. There will be bumps on your wedding speech. Try to improve the physical conditions of life are expected to partner. There is a risk of a dispute between the newly couples. Inspired by the words of the new investment is not advised.
CAPRICORN (December 1 to January 0) Give special attention to your employees. There is a risk of being harmed by any of them. Today you will be active on behalf of the enemy to do harm. The work will not receive assistance from their colleagues. Their behavior can get into trouble. In the late afternoon will feel quite sick. Today you have an illicit relationship can give you trouble.
Aquarius (1 January - 18 February): child's education-related complications can occur. Students of higher education will be interrupted. The artists and technicians will get a better chance. Love and romance are expected to improve slightly. No shopping for a loved one to stay. Students can stay in school to engage in any exam.
Pisces (February 19 - March 0) Add your strong profit vehicles. Anyone can solve the problems relating to the property. Mother to be in good health. Today, the house can be seen in many of the relatives of the spectator added. Capricorn today the purchase of furniture and household goods to be good. A childhood friend to get help.
No comments: