দ্রুত সাজগোজের সহজ ১০টি কৌশল || Quick, easy grooming techniques 10
অনেক সময় এমন তাড়াহুড়া থাকে যে নিজেকে একটু সাজিয়ে নেয়ার সময় থাকে না হাতে কিংবা সাজগোজ করতে ভুলেই যান আপনি। কিন্তু খুব দ্রুত সাজতে পারার টেকনিক গুলো যদি শিখে নেয়া যায়, তাহলে আর অগোছালো থাকতে হবেনা। অল্প সময়েই আপনি থাকতে পারবেন একদম টিপটপ। আজ আসুন এমন কিছু কৌশল জেনে নিই।
১। চোখে মাশকারা দিতে ভুলে গেছেন? চিন্তার কোন কারণ নেই। আপনার হাতে একটু পানি নিয়ে চোখের পাতায় ছিটা দিন। এটি দারুণ ভাবে কাজ করে। এতে আপনার চোখের পাপড়িগুলো অনেক ঘন,কালো ও সুন্দর দেখাবে।
২। অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি কোন অনুষ্ঠানে গেছেন কিন্তু চোখে সাজতে ভুলে গেছেন। তখন সাথে লিপস্টিক থাকলে আপনার হাতের আঙ্গুলে সামান্য লিপস্টিক লাগিয়ে চোখের পাতায় ঘষে লাগিয়ে নিন। প্রতিদিন যাদের বাহিরে যেতে হয় তারা চোখের পাতায় ভেসেলিন লাগাতে পারেন। এতে চোখের পাতা দীপ্তি ছড়াবে।
৩। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগিয়ে নিন। এটা করলে সারাদিন লিপস্টিকের রঙ ঠিক থাকবে।
৪। ব্রণের উপর ভেসেলিন লাগিয়ে নিলে ব্রণের লাল ভাব কমবে। ত্বক দেখাবে ফ্রেশ।
৫। ব্যায়ামের পরে মুখ লাল হয়ে যায়। একটি তোয়ালে বরফ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ২ মিনিট ঘাড়ে চেপে রাখুন। মুখের লাল ভাব কমে যাবে।
৬। বাহিরে যাওয়ার আগে এক চিমটি বেবি ওয়েল মাথার চুলে বুলিয়ে নিন। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৭। নো মোর ডারটি লুকস এর সহ প্রতিষ্ঠাতা সিওভান ও কনর বলেন,ড্রায়ার না করতে চাইলে সকালে গোসলের পরে চুল শুকানোর জন্য পেপার টাওয়েল বা টিস্যু দিয়ে চুল মুছে নিন এবং ১০ মিনিট বাতাসে শুকিয়ে নিন। তারপর ভাল কোন স্প্রে দিয়ে স্প্রে করে নিন।
৮। ফাউন্ডেশন-এর সাথে ভেসেলিন এবং হাল্কা গোলাপি লিপগ্লস মিশিয়ে নুড লিপস্টিক তৈরি করে ফেলুন নিজেই যা বর্তমানে খুব চলছে।
৯। আইলাইনার শার্প করার আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রাখুন। এতে আইলাইনার শার্প করার সময় ভাংবেনা।
১০। তেল দেয়া চুল ধোয়ার সময় না থাকলে বেবি পাউডার ব্যবহার করুন,তেল দূর হবে।
Arrange yourself a lot of time in such a hurry that there was not time to go, or you forgot to myself. But if you learn the technique to be able to keep themselves very quickly, then they will not be disorderly. Tipatapa a short time you can stay at. Let us assume that some of the techniques.
1. Forgot mascara to give your eyes? Not to worry. Give your hands a little drop of water on the eyes. It works great. The most frequent paparigulo your eyes, black and beautiful.
II. The fact that you have a lot of time in any event, but forgot to keep themselves in the eye. If the lipstick with your finger and put a little lipstick smudge Take the eyelids. Veselin out of the day they can put on the eye. To spread the light of the eyelids.
3. Applying foundation to your lips before applying lipstick. It will be the same color as the lipstick during the day.
4. When applied on acne and acne Veselin reduce red coloring. Skin look fresh.
5. The face becomes red after exercise. With a towel soaked in ice cold water for about two minutes to keep the neck down. Red facial expression is reduced.
6. Baby oil and a pinch of hair before going out to explore. This will increase the brightness of the hair.
7. Looks darati siobhana and co-founder of No More Connor said, not in the dryer for drying the hair after bathing in the morning paper towel or tissue to remove hair and air dry for 10 minutes. Then choose the best spray any spray.
8. Foundation with Veselin and the light pink lipstick lipaglasa mixed nuda is present in the text itself.
9. Place in refrigerator for 10-15 minutes before the heat Sharp. The heat never burn to Sharp.
10. If you do not wash the hair oil, baby powder, the oil will be removed.
No comments: