নাশতা বানাবে রোবট || Robots make breakfas
Many nasatata missed the morning lazily. But the trouble is, if breakfast is not warm, hot breakfast is awakened from sleep, then? It is also possible for the benefit of the technology. With breakfast out of the hands of the responsibility of the building's sleep.
International Robotics robot show in Hanover, Germany, is an experimental version of the kitchen to prepare specifically for the show. After further research is planned to release 017 manufacturers in the market it commercially.
Robotics mole and Shadow Robot Company jointly made this robot. This robot will be in the hands of the two. These hands will light the stove, the stove will keep the food moving, egg containers will phetate. Will be set aside for washing dirty utensils. It will grind the containers together the different elements and the need for making breakfast in the morning, everything will be swept.
Engineers are working to make it a more beneficial, in order to wash the dishes to create meals in organizing robots that do all the work alone.
So that the robot can work with people skills, he has been added to the motor and sensor. Exactly mimics the shape of the human hand has made a two-arm robot. Robatatite a built-in refrigerator and dishwasher in the works to add. A recipe will be added to the library, where there will be more than two thousand dishes and recipes.
If you want to cook yourself, you can still use the robotic arm by remote. Qazi robot so do not count 14 thousand 800 dollars.(সকাল সকাল আলসেমি করে অনেকেরই নাশতাটা মিস হয়ে যায়। কিন্তু যদি নাশতা করার ঝামেলা পোহাতে না হয়, ঘুম থেকে উঠেই গরম গরম নাশতা পাওয়া যায়, তাহলে? প্রযুক্তির কল্যাণে এটাও সম্ভব। নাশতা বানানোর দায়িত্বটা রোবটের হাতে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন।
জার্মানির হ্যানোভারে ইন্টারন্যাশনাল রোবটিকস শোতে রান্নাঘরের জন্য বিশেষভাবে প্রস্তুত রোবটের একটি পরীক্ষামূলক সংস্করণ দেখানো হয়েছে। আরো গবেষণার পর ২০১৭ সালে এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
মোলে রোবটিকস এবং শ্যাডো রোবট কোম্পানি যৌথভাবে এই রোবট তৈরি করেছে। বিশেষ এই রোবটের হাত থাকবে দুটি। এই হাত দুটি চুলা জ্বালাতে পারবে, চুলায় রাখা খাবার নাড়তে পারবে, পাত্রে ডিম ফেটতে পারবে। ময়লা পাত্রগুলো ধোয়ার জন্য আলাদা করে রাখতে পারবে। বিভিন্ন উপাদান একসঙ্গে পাত্রে নিয়ে তা মাখাতে পারবে এবং সকালের নাশতা তৈরির জন্য যা যা দরকার, মোটামুটি সবই করতে পারবে।
এটাকে আরো বেশি উপকারী করে তুলতে কাজ করছেন ইঞ্জিনিয়াররা, যাতে খাবার তৈরি থেকে থালা-বাসন ধোয়া পর্যন্ত সব কাজ একাই গুছিয়ে রাখতে পারে রোবটটি।
মানুষের মতো দক্ষতা নিয়ে যাতে রোবটটি কাজ করতে পারে, সে জন্য এতে যোগ করা হয়েছে মোটর ও সেন্সর। মানুষের হাতের আকৃতি হুবহু নকল করে বানানো হয়েছে রোবটের দুই বাহু। রোবটটিতে একটি বিল্ট ইন ফ্রিজ ও ডিশওয়াশার যোগ করার কাজ চলছে। এর সঙ্গে যোগ করা হবে একটি রেসিপি লাইব্রেরি, যেখানে দুই হাজারের বেশি খাবারের রেসিপি থাকবে।
আপনি যদি নিজে রান্না করতে চান, তাহলেও রোবটিক হাত দুটি ব্যবহার করতে পারবেন রিমোটের মাধ্যমে। এত কাজের কাজি রোবটটি কিনতে গুনতে হবে ১৪ হাজার ৮০০ ডলার মাত্র।)
International Robotics robot show in Hanover, Germany, is an experimental version of the kitchen to prepare specifically for the show. After further research is planned to release 017 manufacturers in the market it commercially.
Robotics mole and Shadow Robot Company jointly made this robot. This robot will be in the hands of the two. These hands will light the stove, the stove will keep the food moving, egg containers will phetate. Will be set aside for washing dirty utensils. It will grind the containers together the different elements and the need for making breakfast in the morning, everything will be swept.
Engineers are working to make it a more beneficial, in order to wash the dishes to create meals in organizing robots that do all the work alone.
So that the robot can work with people skills, he has been added to the motor and sensor. Exactly mimics the shape of the human hand has made a two-arm robot. Robatatite a built-in refrigerator and dishwasher in the works to add. A recipe will be added to the library, where there will be more than two thousand dishes and recipes.
If you want to cook yourself, you can still use the robotic arm by remote. Qazi robot so do not count 14 thousand 800 dollars.(সকাল সকাল আলসেমি করে অনেকেরই নাশতাটা মিস হয়ে যায়। কিন্তু যদি নাশতা করার ঝামেলা পোহাতে না হয়, ঘুম থেকে উঠেই গরম গরম নাশতা পাওয়া যায়, তাহলে? প্রযুক্তির কল্যাণে এটাও সম্ভব। নাশতা বানানোর দায়িত্বটা রোবটের হাতে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন।
জার্মানির হ্যানোভারে ইন্টারন্যাশনাল রোবটিকস শোতে রান্নাঘরের জন্য বিশেষভাবে প্রস্তুত রোবটের একটি পরীক্ষামূলক সংস্করণ দেখানো হয়েছে। আরো গবেষণার পর ২০১৭ সালে এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
মোলে রোবটিকস এবং শ্যাডো রোবট কোম্পানি যৌথভাবে এই রোবট তৈরি করেছে। বিশেষ এই রোবটের হাত থাকবে দুটি। এই হাত দুটি চুলা জ্বালাতে পারবে, চুলায় রাখা খাবার নাড়তে পারবে, পাত্রে ডিম ফেটতে পারবে। ময়লা পাত্রগুলো ধোয়ার জন্য আলাদা করে রাখতে পারবে। বিভিন্ন উপাদান একসঙ্গে পাত্রে নিয়ে তা মাখাতে পারবে এবং সকালের নাশতা তৈরির জন্য যা যা দরকার, মোটামুটি সবই করতে পারবে।
এটাকে আরো বেশি উপকারী করে তুলতে কাজ করছেন ইঞ্জিনিয়াররা, যাতে খাবার তৈরি থেকে থালা-বাসন ধোয়া পর্যন্ত সব কাজ একাই গুছিয়ে রাখতে পারে রোবটটি।
মানুষের মতো দক্ষতা নিয়ে যাতে রোবটটি কাজ করতে পারে, সে জন্য এতে যোগ করা হয়েছে মোটর ও সেন্সর। মানুষের হাতের আকৃতি হুবহু নকল করে বানানো হয়েছে রোবটের দুই বাহু। রোবটটিতে একটি বিল্ট ইন ফ্রিজ ও ডিশওয়াশার যোগ করার কাজ চলছে। এর সঙ্গে যোগ করা হবে একটি রেসিপি লাইব্রেরি, যেখানে দুই হাজারের বেশি খাবারের রেসিপি থাকবে।
আপনি যদি নিজে রান্না করতে চান, তাহলেও রোবটিক হাত দুটি ব্যবহার করতে পারবেন রিমোটের মাধ্যমে। এত কাজের কাজি রোবটটি কিনতে গুনতে হবে ১৪ হাজার ৮০০ ডলার মাত্র।)
No comments: