Breaking News
recent

কাঠের তৈরি ৩৪তলা ভবন ! || 34-storey building made of wood!

How much is the highest-storey building with wood?
The answer is none of the two, some three. Austria and Sweden, however, that the plans, all of us to imagine her snuff. 34 two-storey wooden building projects in the country so far has been undertaken. The planned deployment will begin in the next few years.
(কাঠ দিয়ে সর্বোচ্চ কত তলা ভবন তৈরি করা যায়?
কারো উত্তর হবে দুই, কারো তিন। তবে অস্ট্রিয়া ও সুইডেন যে পরিকল্পনা নিয়েছে, তার কাছে আমাদের সব কল্পনাই নস্যি। দেশ দুটিতে ৩৪তলা পর্যন্ত কাঠের ভবন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই পরিকল্পিত এসব স্থাপনার কাজ শুরু হবে। )

Britain's Guardian newspaper said, citing nakasabidadera Vienna, 75-foot-tall building work will start next year, most of which will be part of the wood. 5-storey building will cost an estimated six million to 70 million euros to build.
Stockholm is a 34-storey wooden building is planned. The building is expected to be completed in 2023.(ভিয়েনার নকশাবিদদের বরাত দিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা জানায়, আগামী বছর শুরু হবে ২৭৫ ফুট উঁচু ভবনের কাজ, যার বেশির ভাগ অংশই হবে কাঠের। আনুমানিক ২৫তলা ভবনটি তৈরিতে ব্যয় হবে ছয় কোটি ৭০ লাখ ইউরো।
সুইডেনের স্টকহোমেও একটি ৩৪ তলা কাঠের ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৩ সালে ভবনটির কাজ শেষ হবে বলে জানা গেছে। )

Instead, the buildings are made of wood, concrete will emit less carbon. Pakriyaya because of large amounts of carbon are made of concrete. On the other hand, there is no wood in the process of carbon emissions. Instead, carbon dioxide is stored in the wood. Acton build up of carbon per cubic meter of wood per year. Authorities in Vienna, the 5-storey wooden building concrete building will emit less than two thousand 800 tons of carbon. The reason they are turning to environmentally conscious nakasabidara wooden building.(কংক্রিটের বদলে কাঠের ভবন তৈরি করায় কার্বন নির্গত হবে কম। কারণ কংক্রিট তৈরির পক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন তৈরি হয়। অন্যদিকে কাঠ প্রক্রিয়ায় কার্বন নির্গমন তেমন নেই বললেই চলে। উল্টো কাঠের মধ্যে কার্বনডাই-অক্সাইড সঞ্চিত হয়। প্রতি ঘনমিটার কাঠে বছরে প্রায় একটন কার্বন জমতে পারে। ভিয়েনার কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫তলা কাঠের ভবন তৈরি করলে কংক্রিটের ভবন তৈরির চেয়ে দুই হাজার ৮০০ টন কার্বন কম নির্গত হবে। এসব কারণে পরিবেশ সচেতন নকশাবিদরা কাঠের ভবনের প্রতি ঝুঁকছেন। )

Only Austria and is suidenai, many countries from Europe to Australia is the wooden building.(শুধু অস্ট্রিয়া ও সুইডেনই নয়, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত অনেক দেশেই কাঠের বহুতল ভবন তৈরি হচ্ছে। )

The glass, steel and concrete, people familiar with the building. The wooden building, which will be acceptable to the people of questionable how much. Wooden structures that incite people to think about the answers to some common questions.(বর্তমানে কাঁচ, স্টিল ও কংক্রিটের ভবনের সঙ্গে মানুষ পরিচিত। কাঠের বহুতল ভবন মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা প্রশ্নসাপেক্ষ। কাঠের স্থাপনা বিষয়ে মানুষের মনে উদ্রেক হয় এমন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হলো।)

What can easily catch fire?
Sthapanayai any fire that may occur. All of a multi-storey residential building in Dubai last month. The opening is part of a multi-storied building fall down a lot. According to experts, the fire in the wooden building is a particular advantage. The outer part of the wood burn fat. But the interior is sustained. The wooden building, particularly in the field of fire prevention plans are being kept carefully.

(সহজেই কি আগুন ধরবে?
যেকোনো স্থাপনায়ই অগ্নিকাণ্ড ঘটতে পারে। গত মাসেও দুবাইয়ের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় বহুতল ভবনটির অনেক অংশ খুলে নিচে পড়ে। বিশেষজ্ঞদের মতে, কাঠের ভবনে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। মোটা কাঠের বাইরের অংশ পোড়ে। কিন্তু ভিতরের অংশ টিকে যায়। আর কাঠের বহুতল ভবনের ক্ষেত্রে অগ্নিকাণ্ড রোধে কিছু বিশেষ সতর্কতার পরিকল্পনা রাখা হচ্ছে। )


How strong?
Designer Michael Green of the University of Northern British Columbia in 013 90-foot-tall building was made. The building has been used to create a special glue, which has strong infrastructure krankritera as wood. Currently the tallest building in North America. How high is the wooden building that has been studied. Some of the designers of the building, according to the company, the technology to create a 4-storey wooden building.

(কতটা মজবুত?
২০১৩ সালে নকশাবিদ মাইকেল গ্রিন ইউনিভার্সিটি অব নর্দান ব্রিটিশ কলাম্বিয়ায় ৯০ ফুট উঁচু ভবন তৈরি করেছেন। ভবনটি তৈরিতে বিশেষ আঠা ব্যবহার হয়েছে, যা ক্রংক্রিটের মতোই কাঠের স্থাপনাকে মজবুত করেছে। উত্তর আমেরিকায় বর্তমানে এটিই সবচেয়ে উঁচু ভবন। কাঠের ভবন কতটা উঁচু করা যায় তা নিয়ে গবেষণা চলছে। কয়েকটি ভবনের নকশাকারী সংস্থার মতে, বর্তমান প্রযুক্তিতে ৪২তলা কাঠের ভবন তৈরি সম্ভব। )



How long?
The wood is used for building houses for a long time. The wooden structure fire, ghunapokara violence can be seen as a problem. However, if you take care of the wooden structures can be lasting than concrete. Japan is the world's most ancient wooden building harayu-G Temple, which was created in AD 607. Despite bhumikampanaprabana areas it has survived for thousands of years and a half.

(কতটা দীর্ঘস্থায়ী?
দীর্ঘদিন ধরেই বাড়ি তৈরির জন্য কাঠ ব্যবহার করা হয়। তবে কাঠের স্থাপনায় আগুন, ঘুণপোকার উপদ্রবের মতো কিছু সমস্যা দেখা যায়। তবে যত্ন নিলে কাঠের স্থাপনা কংক্রিটের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। বিশ্বের সবচেয়ে প্রাচীন কাঠের ভবনটি হলো জাপানের হরয়ু-জি মন্দির, যা তৈরি হয়েছে ৬০৭ খ্রিস্টাব্দে। ভূমিকম্পনপ্রবণ এলাকায় থাকা সত্তেও এটি প্রায় দেড় হাজার বছর ধরে টিকে আছে।)

No comments:

Powered by Blogger.