Breaking News
recent

রোবট কর্মচারী দিয়ে হোটেল || Robots with hotel employee


The world's first robot with a hotel employee in Japan are being introduced. "Terminate or not, the name of the hotel has a sophisticated robotic technology. Nagasaki's journey will begin in July.

Japanese language do most anything strange word means. Activity is well matched with the name of the hotel. The hotel as well as the robots look like humans (Android). The robot has been named 'ayaktrayeda. These newcomers are welcomed in the hotel, room accessories, taken as a khaoyanosaha of coffee will work. Bobatara that works with the air of a smile. Ayaktrayedara including English, Japanese, Chinese and Korean languages ​​to speak.

According to a report in the Indian Express, a thimaparta hausa robot named X Bose has taken the initiative to introduce the hotel staff. Robot employees due to the use of advanced technologies will reduce the costs of running the hotel, they said.

Ten hausa Bose Park authorities, on the 17th of July until the opening of the first phase of the hotel will have 7 rooms. After more than 7 in 016 rooms will be added. Three robots will Foiled hotel, more than four robots and robot dragging bags. There will be some paricchanatakarmi robot.

Ten hausa Bose Park Hotel President hido soyada expected Computers will be able to work at 90 percent. He said that in the future one of the hotel staff will be introduced to the world of robots.

Some of the more revolutionary technologies are just not robatai do most anything at the hotel. Every room in the hotel will have a human face and to recognize Face Recognition System technology. No one will be able to enter the hotel room, so unwanted. In addition, each room will have a tablet computer. Orders can be sent to employees using it. The temperature control system will replace common eyarakandisanim special measures. At the same time meet the needs of the solar power.

Hotel officials do most anything, room rent can be up to $ 60 billion and a half.(বিশ্বের এই প্রথম রোবট কর্মচারী নিয়ে হোটেল চালু হচ্ছে জাপানে। ‘হেন-না’ নামের হোটেলটিতে রোবটের পাশাপাশি থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। আগামী জুলাইয়ে নাগাসাকিতে এর যাত্রা শুরু হবে।

জাপানি ভাষার হেন-না শব্দটির অর্থ হলো আজব। নামের সঙ্গে হোটেলটির কর্মকাণ্ড ভালোই মিলে যায়। হোটেলটিতে মানুষের পাশাপাশি থাকা রোবটগুলো মানুষের মতোই দেখতে (অ্যান্ড্রয়েড)। এসব রোবটের নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্ট্রয়েড’। এরা হোটেলে আগতদের অভ্যর্থনা জানানো, মালপত্র কক্ষে নিয়ে যাওয়া, কফি বানিয়ে খাওয়ানোসহ নানা কাজ করবে। বোবটরা সব কাজই করবে মুখে হাসি ভাব নিয়ে। অ্যাক্ট্রয়েডরা ইংরেজিসহ জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় কথা বলতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, হউস টেন বোস নামক একটি থিমপার্ট রোবট কর্মচারীর হোটেলটি চালুর উদ্যোগ নিয়েছে। রোবট কর্মচারীসহ উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে হোটেল চালানোর খরচ কমে আসবে বলে তারা জানিয়েছে।

হউস টেন বোস পার্ক কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ের ১৭ তারিখে খোলার অপেক্ষায় থাকা হোটেলটিতে প্রথম পর্যায়ে ৭২টি কক্ষ থাকবে। পরে ২০১৬ সালে আরো ৭২টি কক্ষ যুক্ত থাকবে। হোটেলে রিসিপশনিস্ট থাকবে তিনটি রোবট, আরো চারটি রোবট ও ব্যাগ টেনে নেওয়ার রোবট। কয়েকটি পরিচ্ছনতাকর্মী রোবটও থাকবে।

হউস টেন বোস পার্কের প্রেসিডেন্ট হিদো সোয়াদা আশা করেন হোটেলের ৯০ শতাংশ কাজই রোবটরা করতে পারবে। তিনি বলেন, ভবিষ্যতে সারা বিশ্বে রোবট কর্মচারীর এক হাজার হোটেল চালু করা হবে।

শুধু রোবটই নয় আরো কিছু বৈপ্লবিক প্রযুক্তি থাকছে হেন-না হোটেলে। হোটেলের প্রতিটি কক্ষে থাকবে মুখ দেখে মানুষ চেনার ফেস রিকগনিশন সিস্টেম প্রযুক্তি। তাই অনাকাঙ্ক্ষিত কেউ হোটেল কক্ষে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া প্রতিটি কক্ষে থাকবে ট্যাবলেট কম্পিউটার। এটি ব্যবহার করে কর্মচারীদের প্রয়োজনীয় ফরমায়েশ পাঠানো যাবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে গতানুগতি এয়ারকন্ডিশনিং সিস্টেমের পরিবর্তে থাকবে বিশেষ ব্যবস্থা। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা মেটাতে থাকবে সৌরবিদ্যুৎ।

হেন-না হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কক্ষের ভাড়া ৬০ থেকে দেড় শ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।)

No comments:

Powered by Blogger.