Breaking News
recent

ফেলনা ফলের খোসা দিয়েই করুন রুপচর্চা || Rupacarca the skin with insect

ফলের রস ফেইস প্যাকে ব্যবহার হয়ে আসছে অনেক আগ থেকে। কিন্তু আপনি কি জানেন আমাদের ফেলা দেওয়া ফলের খোসা ত্বকের জন্য অনেক উপকারী? ফলের খোসার ফেইস প্যাক ত্বককে নরম ও মসৃণ করে তোলে। আমরা সাধারণত রূপচর্চায় কমলার খোসার ব্যবহার সম্পর্কে জানি। কিন্তু কমলার খোসার মত আরও কিছু ফলের খোসা ত্বকের যত্নে ব্যবহার করা হয়ে থাকে।


১। কমলার খোসা                  

২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, ১ টেবিল চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত শুষ্ক ত্বকের অধিকারীরা প্যাকে ভিটামিন ই ক্যাপসেল মিশিয়ে নিতে পারেন। কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল আছে। যা ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে।


২। লেবুর খোসা

২ টেবিল চামচ লেবুর খোসা গুঁড়ো, ১ টেবিল চামচ ব্রাউন সুগার, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। অল্প একটু প্যাক নিয়ে মুখে ম্যাসাজ করুন। তারপর বাকী প্যাকটুকু ত্বকে লাগিয়ে নিন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং জ্বালাপোড়া কমাতে লেবুর খোসা বেশ কার্যকরী। এর সাইট্রিক এসিড ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে থাকে।


৩। কলার খোসা

একটি পাকা কলার খোসা নিয়ে মুখে ভাল করে ২ থেকে ৩ মিনিট ঘষুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সূর্যের ক্ষতিকর রশ্নি, কালো দাগ দূর করে থাকে।  


৪। ডালিমের খোসা

২ টেবিল চামচ ডালিমের খোসার গুঁড়ো, ১ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ভাল করে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেদানার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর। এটি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে থাকে।


৫। পেঁপের খোসা

একটি পরিস্কার পাকা পেঁপের খোসা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিন। পাকা পেঁপে পেস্ট, ২ টেবিল চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ ও ঘাড়ে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর কসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক ময়োশ্চারাইজ করে ত্বকের কালো দাগ দূর করে থাকে। 


Face pack of fruit juice has been used to before. But you know what is beneficial for our skin to remove skin? Face Pack makes the skin soft and smooth skin. We usually use orange peels Rupacarcaya know about. But something more like orange peels are used in skin care skin.


1. Orange peel

Two tablespoons of orange peel powder, 1 tablespoon sour yogurt to make a paste by mixing. Apply this pack on the face and neck. 0 minutes after the wash with warm water when dry. Extra dry skin pack owners can take vitamin E kyapasela mixed. There are plenty of vitamin and mineral orange khosaya. The skin is shiny black stain skin from the inside.


II. Lemon peel

Two tablespoons of lemon peel powder, 1 tablespoon brown sugar, 1 tablespoon honey and 1 tablespoon almond oil mixed to pack. Massage the face with a little pack. Take the rest of the skin pyakatuku. Once dry, rinse with cold water after 10 minutes. To prevent bacteria and reduce irritation of the skin of the lemon peel. Citric acid to make the skin bright and healthy helps.


3. Banana peel

In the face of a ripe banana peel and rub 3 minutes. After 10 minutes, rinse with warm water when dry. Antioxidant banana peel of the skin to the sun's harmful rasni, the black stain.


4. Pomegranate peel

Two tablespoons pomegranate shell powder, 1 tablespoon lemon juice and 1 tablespoon of honey to make a paste by mixing. Apply this pack on face and neck well. After 15 minutes, wash with warm water and dry the kasuma. Khosaya pomegranate antioxidant because it is effective to remove the skin Wrinkles. It increases the brightness of the skin.


5. Papaya peel

Peel ripe papaya paste to a clean blender to blend. Ripe papaya paste, two tablespoons of honey and 1 teaspoon of lemon juice to make a paste by mixing. Wait 15 minutes and put the face and neck as well. After 15 minutes, rinse with warm water kasuma. Mayoscaraija skin is black stain on the skin.

No comments:

Powered by Blogger.