Breaking News
recent

রূপচর্চার ব্যাপারে যে ভুল ধারণাগুলো রয়েছে আপনারও || Rupacarcara the ideas that are wrong too


ত্বকের যত্নে আমরা অনেক কিছু করে থাকি। আবার ত্বক পরিচর্যায়  এমন অনেক ব্যপার আছে যা আমরা বিশ্বাস ও করে থাকি। যা প্রকৃতপক্ষে সত্য নয়। রূপচর্চার এই বিষয়গুলো যুগ যুগ ধরে মানুষেরা চোখ বন্ধ করে বিশ্বাস করে আসছে। এই মতগুলোর আসলে কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। আসুন তাহলে জেনে নিই সৌন্দর্যচর্চায় এসব ভুল ধারণাগুলো।


১। এক্সফলিয়েশন লোমের বৃদ্ধি ধীরে করে

আপনি হাত-পায়ের লোম তুলতে ওয়াক্সিং বা হেয়ার রিমুভার ব্যবহার করুন। অনেকে মনে করেন এক্সফোলিয়েশন বেশি করলে শরীরের লোমের বৃদ্ধির হার ধীর গতিতে হয়। কিন্তু এক্সফোলিয়েশন ত্বকের নিচের মেটাবলিজম পরিবর্তন করে না, যে লোমের বৃদ্ধি হ্রাস করবে।


২। এসপিএফ বেশি হলে ত্বক বেশি রক্ষা পায়

সানস্ক্রিন লোশনে ইউভিএ এবং ইউভিবি থেকে রক্ষা পাবার উপকরণ থাকে যা সূর্যের এসব ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তাই বলে এই ধারণাটি ঠিক নয় যে বেশি এসপিএফ মানে বেশি সুরক্ষা।


৩। মেঘলা  দিনে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই

এই ধারনাটি আমাদের প্রায় সবার মধ্যে কাজ করে থাকে। সানস্ক্রিনের প্রধান কাজ হল সূর্যের ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করা।সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়লেও তার আল্ট্রা ভায়োলেট রশ্মি পৃথিবীতে ঠিকই পৌঁছে যায়। তাই মেঘলা দিনে  সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই এইরূপ ধারণা করা একদমই উচিত নয়।
৪। শেভ করলে  লোম  মোটা  হয়ে  যায়

অনেকেরই ধারণা শেভিং এর ফলে লোম মোটা ও ঘন হয়ে বাড়ে। এটি একটি ভুল ধারণা। আমরা যখন শেভ করি তখন ব্লেডের ধারে লোমের আগা কেটে যায়। কিন্তু যখন এই লোমগুলি বাড়ে তখন কিছুটা ভোঁতা হয়ে বাড়ে তাই মনে হয় মোটা ও খড়খড়ে।


৫। যত দামী সামগ্রী তত ভাল

অনেক সময়ে দামি পণ্যে কেমিক্যালের পরিমান কম থাকে। তবে এই ধারণাটি ভুল যে দামি পণ্য মানে ভাল পণ্য। অনেক কম দামি পণ্য আছে যা ত্বকের যত্ন অনেক ভাল কাজ করে।


৬। সানস্ক্রিন শুধু কয়েক ধরণের ত্বকের জন্য প্রযোজ্য

সানস্ক্রিন নিয়ে আরও একটি ভুল ধারণা এটি। সানস্ক্রিন সব ধরণের জন্য মানানসই। ফর্সা, কালো, তৈলাক্ত, শুষ্ক, যে ধরণের ত্বক হোক না কেন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

৭। ব্রণের মাথা ভেঙ্গে দিলে আর ব্রণ উঠবে না

কখন কি খেয়াল করেছেন কোন ব্রণের মাথা ভেঙ্গে দিলে ঠিক তার পাশে আরেকটি ব্রণ দেখা দেয়? এর কারণ হল ব্রণের ভিতরে থাকা জীবাণু পাশে ছড়িয়ে পড়ে আর সেখান থেকে নতুন আরেকটি ব্রণের দেখা দেয়।

We do a lot of skin care. Seems to have a lot of skin care that we do and believe in. That's actually not true. Rupacarcara close eye on these issues over the years, people have believed. There is no scientific basis for this matagulora. So let's assume that these mistaken notions saundaryacarcaya.


1. Eksaphaliyesana that hair grows slowly

Hand-feet-hair waxing or hair removal you to use. Some eksapholiyesana hair growth over the body is slow. Eksapholiyesana the metabolism of the skin, but does not change, that will reduce hair growth.


II. If the skin gets more protection than SPF

Iubhibi iubhie losane sunscreen and protect the skin from harmful rays of the sun, which is the instrument that protects. So the idea is not just that this means more protection than SPF.


3. There is no need to use sunscreen on cloudy days

In almost all of these ideas are in the works. The sun's harmful ultra-violet rays in sunscreens featuring moisturizing ingredients that protect the skin from ultra-violet rays of karasurya behind a cloud and had reached the right. You do not need to use a sunscreen on cloudy days, so I can not make any such idea.
4. Shave the hair becomes thick

Many of the thick and dense hair grows as a result of shaving. This is a misconception. We shave when the blades at the ends of the hair to be cut. But this leads to the somewhat dulled lomaguli is so thick and kharakhare increases.


5. As well as expensive materials

Many times the amount of the chemicals in the product is less expensive. However, this idea is wrong that means better products more expensive products. Skin care products, many of which are much less expensive to work well.


6. Only a few kinds of sunscreen applied to the skin

It is also a misconception about sunscreen. Fit for all kinds of sunscreens. Blond, black, oily, dry, whatever the type of skin from the harmful rays of the sun, use a sunscreen should live.

7. The head of acne and acne will not be dissolved

When you have noticed a broken head acne Acne occurs when next to another? This is because the bacteria in the acne spreads inside, and there was another acne.

No comments:

Powered by Blogger.