শুষ্ক ত্বকের কোমলতা রক্ষার্থে কার্যকরী উপায় || Tenderness is the most effective way to protect dry skin
শীতকাল আসলেই ত্বকের আরও এক ভিন্ন রূপ দেখা যায়। শীতের প্রভাব যেন আমাদের অঙ্গজুড়ে বইতে থাকে। যার ফলে আমাদের ত্বকের খুব ভালভাবে যত্ন নেয়া উচিত।
এ সময় ঠিকমত যত্ন না নিলে শরীরের চামড়া ফেটে যায় এবং এতে ময়লা প্রবেশ করে। যার ফলে শরীরে বিভিন্ন ধরণের রোগ বাসা বাঁধে। আসুন এই শুষ্ক ত্বক প্রতিরোধের উপায় জেনে নেয়া যাক-
১. হালকা গরম পানি দিয়ে ২০ মিনিটের একটি গোসল আপনাকে আরাম বোধ করতে সাহায্য করবে। তবে এর বেশি সময় গরম পানিতে থাকার প্রয়োজন নেই। এতে আপনার চুল রুক্ষ হয়ে যেতে পারে।
২. আপনার হাত ও পায়ের জন্য লোশন ব্যবহার করুন। যাতে হাত ও পায়ের ত্বক কোমল থাকে ও ফেটে না যায়। বাহিরে বের হবার সময় অবশ্যই মোজা পরিধান করুন। এতে ময়লার সমস্যা থেকে বেঁচে যাবেন। অনেক সময় ফেটে যাওয়া স্থানে ময়লাযুক্ত হয়ে প্রবল ব্যথার সৃষ্টি করে।
৩. মাথার স্ক্যাল্পের শুষ্কতা দূর করার জন্য নারিকেল তেলের ব্যবহার করুন। এক্ষেত্রে প্রাকৃতিক যে কোনো ধরণের তেল ব্যবহার করতে পারেন, যা ভিটামিন ই দিয়ে সমৃদ্ধ।
৪. শীতে সবার আগে ঠোঁট ফেটে যায়। তাই ঠোঁটে সবসময় লিপজেল ব্যবহার করুন।
৫. একটি বায়োটিন ডায়েট করার চেষ্টা করুন। যাতে ভিটামিন বি-৭ এর পরিমাণ বেশি থাকে।
৬. শীতের সময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবেন না। এতে চুলে আরও বেশি রুক্ষতা বৃদ্ধি পায়।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।
সম্পাদনা: আরজু।
Winter is really the skin of a different form. If the effects of winter blew us angajure. Which should be taken care of very well in our skin.
At that time, if we do not take care of properly, the skin and burst into the dirt. It nests in the body, causing various diseases. Come on, let's have this way to prevent dry skin
1. 0 minutes in a bath of warm water will help you feel comfortable. However, more time is needed to heat the water. It can be rough on your hair.
II. Use lotion to your hands and feet. The hands and feet skin is tender and not burst. Wear socks to find out during the course. The dirt will be raised from the issue. The bursting of the dirty cause severe pain.
3. Use coconut oil to remove the head of the skyalpera dry. You can use any kind of natural that the oil, which is rich in Vitamin E.
4. The first burst of winter lips. Lipajela always use the lips.
5. Bayotina diet a try. If the amount of vitamin B-7.
6. Do not dry your hair with hair dryer in the winter. Paya more coarseness of the hair-growth formula: Times of India.
Edit: Arzu.
No comments: