Breaking News
recent

গুজব ছড়ানো ভারতীয়দের অভ্যাস || Indians practice rumor



গুজব ছড়ানোর মধ্যে সবচেয়ে পটু ভারতীয়রা। সম্প্রতি ভারতের একটি টেলিকম অপারেটরের জরিপের ফলে এ তথ্য জানা যায়।
ইন্টারনেটে গুজব ছড়ানোটা এখন তাদের বিরক্তিকর অভ্যাসে পরিণত হয়েছে।
জরিপে দেখা যায়, ৪০ শতাংশ মানুষ গুজব ছড়ানোকে বিরক্তিকর অভ্যাস বলে জানিয়েছেন। ৯৪ শতাংশ ব্যক্তি বলেন, ইন্টারনেট তাঁদের জীবনকে উন্নত করেছে। তবে এর কিছু বিরক্তিকর দিকও রয়েছে।
টেলিনরের চালানো জরিপে ইন্টারনেটে ভারতীয়দের বদঅভ্যাসের তালিকায় ঠাঁই করে নিয়েছে অনলাইনে গেম খেলার আমন্ত্রণ, অনুপযুক্ত বিষয়বস্তু শেয়ার করা, ফেসবুকে সাহায্য চেয়ে ও আপত্তিকর বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা।
জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ভারতীয় ইন্টারনেটে আসক্ত।
সম্প্রতি গ্রাহকদের ইন্টারনেট আচরণ সম্পর্কে জানতে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় জরিপ চালায় টেলিনর। জরিপে ৩৩ শতাংশ ভারতীয় অতিরিক্ত সেলফি তোলা ব্যক্তিকে ঘৃণা করে বলে জানিয়েছে। অতিরিক্ত সেলফি তোলা ব্যক্তিকে ঘৃণার চোখে দেখার আঞ্চলিক গড় ২১ শতাংশ।

Indians are the most efficient in spreading rumors. Recently, a telecom operator in India, according to the surveys.
Internet rumors charanota now has the annoying habit.
According to the survey, 40 percent said the rumors charanoke annoying habit. 94 percent said the Internet has improved their lives. However, some puzzling aspects.
Telenor has been selected as one of the respondents in the Indian habit invitations to play games, share inappropriate content, Facebook and obnoxious than the posted about various issues.
According to the survey, 65 per cent of the Indian Internet addicts.
To learn about the behavior of customers in India, Thailand, Singapore and Malaysia, Telenor survey. 33 percent of respondents said they hated person in raising additional selaphi. Selaphi hate to see people raising additional 1 percent of the regional average.

No comments:

Powered by Blogger.