বজ্রপাতটা পড়ল কোথায়? || Where was bajrapatata?
ঝড়ের সময় বিকট শব্দের বজ্রপাত শুনলে যে কারও বুক কেঁপে উঠে। মনে হয় যেন মাথার উপরেই বজ্রটা এসে পড়ল! আচ্ছা যদি এমন হত যে নিজেই খুব সহজে বের করতে পারি, বজ্রপাতটা আমাদের অবস্থান থেকে ঠিক কতটুকু দূরে পড়েছে, তাহলে কেমন লাগত?
বজ্রপাত
বজ্রপাত আমাদের অবস্থান থেকে কতদূরে পড়েছে তা নির্ণয়ের একটি সহজ পদ্ধতি আজ তুলে ধরছিঃ
১. প্রথমে আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানো লক্ষ্য করুন।
২. বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বজ্রপাতের আওয়াজ শোনা পর্যন্ত কত সেকেণ্ড হয়েছে, সেটা দেখুন।
৩. এরপর প্রাপ্ত সেকেণ্ডকে ৫ দিয়ে(দূরত্ব মাইলে) অথবা ৩ দিয়ে(দূরত্ব কি.মি.তে) ভাগ করুন ।
যেমন: বিদ্যুৎ চমকানোর ৩ সেকেণ্ড পরে যদি বজ্রপাত শুনে থাকেন, তবে হিসাবটা এমন হবে:
৩ সেকেণ্ড/৫ = ০.৬ মাইল
অথবা ৩ সেকেণ্ড/৩ = ১ কি.মি.
অর্থাৎ, বজ্রটি আপনার অবস্থান থেকে ১ কি.মি. দূরত্বের মাঝেই পড়েছে।
তবে সঠিক হিসাব পেতে আরেকটি পদ্ধতি বলে দেই:
প্রাপ্ত সেকেণ্ডের সাথে ৩৪০ গুণ দিয়েও আপনি সঠিক দূরত্বের হিসাব মিটারে পেতে পারেন। [যেহেতু শব্দের গতি ৩৪০ মি./সে.] সুতরাং, ৩ সে. X ৩৪০ = ১০২০ মি.
অর্থাৎ, বজ্রটি আপনার অবস্থান থেকে ১০২০মি. দূরত্বে পড়েছে।
আশা করি, এখন থেকে বজ্র পড়লে হিসাব করেই বলে দিতে পারবেন সেটি আপনার মাথার উপরে পড়েছে নাকি আপনার বন্ধুর মাথার উপরে পড়েছে।
বজ্রপাত কেন হয়
বজ্রপাত প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য গুলোর মধ্যে একটি। এটি মানুষের পরিচিত সবচেয়ে ভয়ঙ্গকর প্রাকৃতিক ঘটনাগুলোর একটিও বটে। সূর্যপৃষ্ঠের তাপমাত্রার প্রায় সমান মাত্রার স্ফুলিঙ্গ আর ভয়াবহ গর্জন বহুকাল ধরেই মানুষের পিলে চমকানোর কাজটি দায়িত্বের সাথে পালন করে আসছে।।
বজ্রপাতের এই ভয়ঙ্কর সৌন্দর্যের সাথে সাথে আমাদের মনে বিজ্ঞানের আরেকটি চিরন্তন রহস্যের জন্ম দেয়,বজ্রপাতের কারণ কি? ছোটবেলায় এই প্রশ্নের কারণ খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময় এ উত্তর পেয়েছি, মেঘে মেঘে সংঘর্ষের ফলাফল হলো এই বজ্রপাত। এই ভুল ধারণার অবসান-ই লেখাটির উদ্দেশ্য।
পানিচক্রের নিয়মে জলাধারের পানি বাষ্পীভূত হয়ে মেঘ আকারে আকাশে আশ্রয় নেয়। এই মেঘ-ই হল বজ্রপাতের ব্যাটারি। বজ্রপাতের জন্য দায়ী মেঘ বৈদ্যুতিক চার্জের আধারের মত আচরণ করে,যার উপরের অংশ পজিটিভ এবং নিচের অংশ নেগেটিভ চার্জে চার্জিত থাকে। মেঘ কিভাবে চার্জিত হয় তা নিয়ে বিজ্ঞানী মহলে বেশ মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে,পানিচক্রে জলকণা যখন ক্রমশ উর্ধ্বাকাশে উঠতে থাকে তখন তারা মেঘের নিচের দিকের বেশি ঘনীভূত বৃষ্টি বা তুষার কণার সাথে সংঘর্ষের মুখোমুখি হয়। যার ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্প কণা বেশ কিছু ইলেকট্রন হারায়। এই মুক্ত ইলেকট্রন গুলো মেঘের তলদেশে জমা হয় এবং ইলেকট্রন হারানো পজিটিভ চার্জিত বাষ্পকণা মেঘের একেবারে উপরপৃষ্ঠে চলে যায়। যার ফলশ্রুতিতে মেঘগুলো শক্তিশালী ধারক বা ক্যাপাসিটর এর বৈশিষ্ট্য লাভ করে। মেঘের দুই স্তরে চার্জ তারতম্যের কারণে সেখানে শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের শক্তি মেঘে সঞ্চিত চার্জের পরিমাণের উপর নির্ভর করে।
এভাবে বাষ্পকণা ও মেঘে সংঘর্ষ চলতে চলতে মেঘের উপরে এবং নিচে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ চার্জের পরিমাণ বেরে গিয়ে এতটা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরী করে যে তার বিকর্ষণে পৃথিবীপৃষ্ঠে অবস্থানরত ইলেকট্রন গুলো ভূপৃষ্ঠের আরো গভীরে চলে যায়। ফলাফলস্বরূপ ওই নির্দিষ্ট এলাকার ভূপৃষ্ঠ শক্তিশালী পজিটিভ বিদ্যুৎ ক্ষেত্রে পরিণত হয়।
এখন বজ্রপাতের জন্য শুধু যা প্রয়োজন তা হল বিদ্যুৎ প্রবাহের জন্য সামান্য একটু বাহক বা কন্ডাক্টর। কিন্তু আমরা জানি বাতাস বিদ্যুৎ অপরিবাহী,তাহলে বজ্রপাত কিভাবে হবে?
মেঘের বিপুল শক্তিশালী বিদ্যুতক্ষেত্র তার চারপাশের বাতাসের অপরিবাহী ধর্মকে নষ্ট করে দেয়,যাকে বলে Dielectric Breakdown। মেঘে অবস্থিত বিদ্যুতক্ষেত্র যখন যথেষ্ঠ শক্তিশালী হয়(প্রতি ইঞ্ছিতে প্রায় ১০,০০০ ভোল্ট),তখন তার আশেপাশের বাতাস পজিটিভ এবং নেগেটিভ চার্জে বিভক্ত হয়ে যায়। এই আয়োনিত বাতাস প্লাজমা নামেও পরিচিত। বাতাস আয়োনিত হয়ে মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলের পথ বা শর্ট সার্কিট তৈরী করে দেয় এবং বজ্রপাত ঘটায়।
সব উত্তর পাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। তাহলে বজ্রপাতের স্ফুলিঙ্গ কোথা থেকে আসে?এখানে আমরা পাঠ্যপুস্তকের জারন-বিজারন প্রক্রিয়ার ধারণা ব্যবহার করব। কোন ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ইলেকট্রন নিষ্কাশনের প্রক্রিয়াই হল জারন। আয়োনিত বাতাস বা প্লাজমা পরিবাহী হওয়ার কারণে এতে ধাতব বৈশিষ্ট্য প্রবলভাবে বিদ্যমান। তাই বাতাসের অক্সিজেনের সাথে প্লাজমার বিক্রিয়ায় বজ্রপাতের স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এটাকে চাইলে আপনি প্রকৃতির welding ও বলতে পারেন
Heard a loud noise and lightning during the storm that moved up one book. I think it came bajrata on the head! Well, if it were, that in itself is very easy to find, just how far away from us bajrapatata said, how would you?
Lightning
Lightning bolt, which was far away from our position today is a simple method of calculating the dharachih
1. First, look at the sky and the thunder.
II. How many seconds between lightning with thunderclap was heard, see it.
3. Then the obtained sekendake 5 (distance in miles) or 3 (or distance kimite) to share.
For example: a thunderclap 3 seconds later heard the thunder, but the rise will be:
3 seconds / 5 = 0.6 miles
Or 3 seconds / 3 = 1 km
Ie, thunder 1 km from your location The distance is within.
Another way to tell the exact calculation:
340 seconds to obtain accurate mileage meter you can get than that. [Because of the speed of sound is 340 m. / S.] Thus, the 3 He. X 340 = 1020 m.
In other words, from 1020 m to lightning. At a distance.
Hopefully, now that he is able to give an account of the light when it is on your head, or your friend's head. : P
Why lightning
Lightning is one of nature's most beautiful scenes of. It is one of the most bhayangakara natural events. Suryaprsthera temperature is approximately equal to the magnitude of the task of Shining Spark and the terrible roar of the stakes in the pills have been performed with responsibly ..
With the awesome beauty of the thunder reminded us of the eternal mysteries of science gives birth to another, what causes lightning? This question came to my childhood, because most of the time we received the answer, it is the result of the collision, the thunder cloud. The purpose of the article end to this misunderstanding.
Panicakrera manner in the form of a cloud in the sky and took refuge in the reservoir of the water has evaporated. This cloud-E lightning battery. Basket responsible for thunder clouds behave like electrical charges, which the lower portion of the upper part of the positive and negative charges are charged. How the cloud is charged with the scientific community, despite the odds being the most established doctrine, panicakre jalakana urdhbakase gradually rises when they are concentrated at the bottom of the clouds with rain or snow particles are exposed to violence. At the top of the rise of the electron loses some steam particles. These free electrons are deposited beneath the clouds and clouds of electrons losing baspakana charged uparaprsthe goes positive. As a result, the properties of clouds made of strong container or capacitor. The strong electric field due to variations in the level of the charge clouds are made of. This is the field strength depends on the amount of charge stored in the cloud.
Baspakana and the clouds above the clouds on the conflict and the positive and negative charges, respectively, than the strong electric field of the bere that the electrons in the surface of the Earth bikarsane goes deeper than that. As a result, the specific surface area is to become a powerful positive energy.
Lightning now need is just a little bit for the carrier or the conductor currents. But we know that wind power insulator, then the lightning will be how?
Huge clouds of strong bidyutaksetra religion destroys the insulation surrounding air, called Dielectric Breakdown. When the clouds bidyutaksetra is strong enough (about 10,000 volts per inchite), then winds its surroundings are divided into positive and negative charges. This ionised air, also known as plasma. Ionised air between the cloud and the earth's surface to produce electricity and lightning airway or cause short circuits.
But the answer is not yet finished. If the lightning spark come from? Here we'll use the textbooks jarana-bijarana process. The oxygen reacts with the electrons of a metal surface drainage jarana processes. Ionised air or plasma due to the conductive properties of the metals to greatly exist. Lightning is caused by spark plasma reacts with the oxygen in air. If you want it, and can tell you the nature of the welding
No comments: