ইন্টারনেটের ইতিকথা || Internet stories
আমাদের দেশের বেশিরভাগ মানুষের ইন্টারনেট সম্পর্কিত জ্ঞান সীমিত কিংবা নেই। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারাও এর ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানিনা তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ইন্টারনেট বা আন্তর্জাল হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত,পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অনেকে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সমার্থক শব্দ হিসেবে গণ্য করলেও প্রকৃতপক্ষে শব্দদ্বয় ভিন্ন বিষয় নির্দেশ করে।
১৯৬০ এর দশকে প্রথম মানুষ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান এর প্রয়োজনীযতা উপলব্ধি করে বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষার জন্য ।১৯৬২ সালে MIT এর J.C.R. Licklider কম্পিউটারের জন্য একটি global network এর প্রস্তাব করেন এবং এর ফলশ্রুতিতে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি(DARPA) এর জন্য কাজ শুরু করে।১৯৬৯ সালে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (DARPA) পরপরীক্ষামূলক ভাবে যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্ক আরপানেট নামে পরিচিত ছিল। এতে প্রাথমিকভাবে যুক্ত ছিল:
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলস,
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট সান্তা বারবারা,
ইউনিভার্সিটি অফ ইউটাহ ।
পরে জুন ১৯৭০ সালে MIT, Harvard, BBN এবং Systems Development Corp (SDC) in Santa Monica এর সাথে যুক্ত হয়।
প্রথম দিকে শুধুমাত্র computer experts, engineers, scientists, and librarians ইন্টারনেট ব্যবহার করতে পারত।
ইন্টারনেট সমৃদ্ধ হয় হয় ১৯৭০ সালে BBN এর Bob Kahn এর TCP/IP proposed এর মাধ্যমে।পরে Kahn and Vint Cerf at Stanford এবং আরো অনেকে এর এর উন্নতি সাধন করেন।
১৯৭২ সালে BBN এর Ray Tomlinson আরপানেট এর জন্য E-mail adapt করেন।১৯৭৩ সালে ftp protocol enabling file transfers সিষ্টেম চালু হয় যা RFC নামে পরিচিত ছিল। পরে RFC's সকলের জন্য উন্মুক্ত করা হয় যারা ftp protocol ব্যবহার করত।
এর পরে Defense Department ১৯৮০ সালে adopt করে এবং এটিকে replace করে earlier Network Control Protocol (NCP)হিসেবে।১৯৮৩ সালে এটি সারা বিশ্বে adopt করা হয়।
এভাবে ক্রমান্বয়ে ইন্টারনেট এর উন্নতি সাধন করা হয় এবং সারা পৃথিবী ইন্টারনেট এর সংস্পর্শে আসে।

Most people in our country do not have the knowledge about the Internet. We use the Internet, they do not know much about the history of this small attempt to do so.
Or the internet for a wide range of Internet throughout the world, many computer networks connected to each other, which is open to the public and where the sum of the IP, or Internet Protocol, a data transfer is provided by the standard system. Needs to be mentioned here that many of the Internet and the World Wide Web, but to actually deriving regarded as synonymous with the word indicates a different subject.
The first computers in the 1960s, people in different fields of information exchange and scientific and defense prayojaniyata perception of MIT in 1962 for JCR Licklider is a global network of computers as a result of the proposal and the Defense Advanced Research Projects Agency (DARPA) in 1969 to begin working for the US military research agency Advanced Research Projects Agency (DARPA) of the US parapariksamulaka way communication between the university and the laboratory developed. Packet switching is the method was known as the network arapaneta. Initially it was associated with:
Stanford University,
University of California at Los Angeles,
University of California at Santa Barbara,
Of the University of Utah.
In June 1970 the MIT, Harvard, BBN and Systems Development Corp (SDC) in Santa Monica is associated with.
At first, only computer experts, engineers, scientists, and librarians could use the Internet.
In 1970, Bob Kahn of BBN Internet is rich in its TCP / IP proposed the madhyamepare Kahn and Vint Cerf at Stanford and some of the more developed it further.
Ray Tomlinson of BBN in arapaneta of 197 E-mail adapt to the ftp protocol enabling file transfers, the system was introduced in 1973, which was known as RFC. The RFC's is open to all those who used the ftp protocol.
Adopt in the Defense Department 1980 and replace it by the earlier Network Control Protocol (NCP) in 1983, as it is around the world adopt.
Thus, the gradual improvement of the Internet and the world of the Internet comes in contact with.
No comments: