মেরুপ্রভা অরোরা || Aurora Aurora
অরোরা বা মেরুজ্যোতির নাম আমরা সবাই শুনেছি, কিন্তু তা সৃষ্টি হওয়ার রহস্য হয়তো আমাদের মাঝে অনেকেরই জানা নেই।
অরোরা হলো মেরু অঞ্চলের আকাশে দৃশ্যমান অত্যন্ত মনোরম এবং বাহারী আলোকছটা যাকে এক সময় অতিপ্রাকৃতিক বলে বিবেচনা করা হলেও বর্তমানে তা নিতান্তই প্রাকৃতিক ঘটনা বলে প্রমাণিত।

We all have heard the name of the Aurora or polar lights, but many of us do not know, maybe it's the mystery of creation.
Aurora is the polar visible in the sky at one time, which is very pleasant and FIGS alokachata considered weird, but now it turned out to be very natural event.
General speaking, the oxygen and nitrogen atoms in the atmosphere tharmosphiyare charged particles from the magnetosphere (pradhanata electron, proton, in some cases) of Aurora is a result of the collision. Due to the collision of charged particles with atoms or anusamuha gain some energy from the internal energy is stored. When the internal energy alokasakti bikarita as the aurora can be seen immediately.
এসব ইলেক্ট্রন সাধারণত পৃথিবীর চৌম্বকক্ষেত্র বরাবর পরিভ্রমন করায় শুধুমাত্র মেরু অঞ্চলেই অরোরা দৃশ্যমান হয়।
উত্তর অক্ষাংশে অরোরা সুমেরুজ্যোতি বা সুমেরুপ্রভা (Aurora Burealis/The Northern Light) নামে পরিচিত, এবং দক্ষিণ অক্ষাংশে একে বলা হয় Aurora Australis (or The Southern Light).
উল্লেখ্য যে বিভিন্ন রঙের অরোরা সৃষ্টি হতে পারে। মেরুজ্যোতির রঙ নির্ভর করে কোন গ্যাসীয় পরমাণু ইলেক্ট্রন দ্বারা উদ্দীপ্ত হচ্ছে, এবং এই প্রক্রিয়ায় কত শক্তি বিনিময় হচ্ছে তার উপর।
অরোরার সবচেয়ে পরিচিত রঙ যা অধিকাংশ সময় দেখা যায় তা হলো সবুজাভ-হলুদ, তার জন্য দায়ী অক্সিজেন পরমাণু। অক্সিজেন থেকে অনেকক্ষেত্রে লাল রঙ এর অরোরাও তৈরী হয়। নাইট্রোজেন সাধারণত একটি নীল রঙের আলো দেয়। এছাড়াও অক্সিজেন এবং নাইট্রজেন পরমাণু অতি-বেগুনী রশ্মি নির্গত করে, যা শুধুমাত্র স্যাটালাইটের বিশেষ ক্যামেরা দ্বারা শনাক্ত করা যায়, খালি চোখে দেখা যায় না।
কেউ যদি অরোরা দেখতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, অরোরা দর্শনের সবচেয়ে ভালো স্থান হলো আলাস্কা, কানাডা, এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চল। এসব স্থানে প্রায় নিয়মিতই মেরুজ্যোতি চোখে পড়ে। তবে মেরূপ্রভা সূর্যালোক থেকে অনেক ম্লান হওয়ায়, তা পৃথিবী থেকে দিনের বেলায় দেখা যায় না।
এছাড়াও কানাডিয়ান সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের উত্তরসীমায় সাধারণত বছরে কয়েক বার অরোরা দেখা যায়।
কিছু দুর্লভ মুহূর্তে, হয়তো প্রতি দশকে একবার, ফ্লোরিডাতে কিংবা সুদূর দক্ষিণে জাপানেও অরোরা দৃশ্যময়ান হয়।
The electron is the only polar regions of the Earth's magnetic navigation along the Aurora is visible.
Aurora borealis, or northern lights in northern latitudes Aurora (Aurora Borealis / The Northern Light), known as the southern latitudes called the Aurora Australis (or The Southern Light).
Note that there can be a different color Aurora. Aurora depend on the color of the gas atoms are excited by electrons, and how much energy is being exchanged on the process.
Arora most of the known color which can be seen in the greenish-yellow, is responsible for the oxygen atoms. Red is the color of the Aurora cases are made from oxygen. Nitrogen is usually a light blue color. Also, oxygen and nitrogen atoms to emit ultra-violet rays, which can only be detected by satellite in camera, can not be seen with the naked eye.
If you want to see in Aurora, say to them, Aurora philosophy is the best place in Alaska, Canada, and Scandinavia, and some regions. Aurora regularly seen around these parts. Aurora had faded from the sun, it can not be seen from Earth during the day.
Also near the Canadian border a few times a year, usually in the United States northernmost Arora said.
At the moment, some rare, maybe once every decade, Aurora drsyamayana Florida or Japan is in the far south.
No comments: