Breaking News
recent

ফ্যান বা এসি কেন উপরে থাকে এবং হিটার কেন নিচে থাকে || Why are the fan or AC and heater why below ?



অবাক হয়ে গেলেন! প্রশ্নটা সম্ভবত একটু বোকার মতো হয়ে গেল। কারণ সিলিং ফ্যান যদি ছাদে ফিট না করে মাটিতে করা হয়, তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? পা কেটে যাবে না? আবার হিটার যদি ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয় তাহলে তো মানুষের মাথাই গরম হয়ে যাবে। কিন্তু ফ্যান না হোক, ইচ্ছে করলে এসি তো উপরে না লাগিয়ে নিচে বসিয়ে রাখা যায়! সেটা করাই বরং অনেক সহজ। আবার হিটার ছাদ থেকে ঝুলিয়ে না রাখা হোক, এসির মতো দেয়ালের সাথে তো ফিট করে রাখা যায়! কিন্তু এরকম করা হয় না কেন?

এটা যে করা হয় না, তার পেছনে একটা যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক কারণ আছে। আমরা জানি, বাতাসকে উত্তপ্ত করা হলে সেটা আয়তনে বৃদ্ধি পায় এবং ফলে তার ঘনত্ব কমে গিয়ে তা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ সোজা কথায় ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে এবং গরম বাতাস উপরের দিকে উঠে যায়। মূলত এই নীতির কারণেই ফ্যান বা এসিকে উপরে রাখা হয় এবং হিটারকে নিচে রাখা হয়।
ফ্যান বা এয়ারকুলার উপরে লাগানো থাকে বলে এটা প্রথমে উপরের দিকের বাতাসকে ঠান্ডা করে ফেলে। সেই ঠান্ডা বাতাস ভারী হওয়ায় নিচের দিকে নেমে আসে এবং নিচের গরম হালকা বাতাসকে উপরের দিকে পাঠিয়ে দেয়। এবার এই গরম বাতাস আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসে এবং এভাবে পর্যায়ক্রমে পুরো ঘরের বাতাস ঠান্ডা হতে থাকে। এখন ফ্যান যদি উপরে না লাগিয়ে নিচে লাগানো হত, তাহলে এটা শুধু নিচের বাতাসকেই ঠান্ডা করত এবং সেই ভারী ঠান্ডা বাতাস নিচেই বসে থাকত। ফলে উপরের গরম বাতাসগুলো গরমই রয়ে যেত।
একইভাবে হিটার নিচে রাখা হয় বলে এটা প্রথমে নিচের বাতাসকে গরম করে ফেলে। সেই গরম বাতাস হালকা হওয়ায় উপরের দিকে উঠে যায় এবং উপরের ঠান্ডা ভারী বাতাসকে নিচের দিকে পাঠিয়ে দেয়। এবার এই ঠান্ডা বাতাস আবার হিটারের উত্তাপে গরম হয়ে উপরের দিকে উঠে যায় এবং এভাবে পর্যায়ক্রমে পুরো ঘরের বাতাস গরম হতে থাকে। এখন হিটার যদি নিচে না রেখে উপরে লাগানো হত তাহলে এটা শুধু উপরের বাতাসকেই গরম করত এবং সেই গরম বাতাস উপরেই বসে থাকত। ফলে নিচের ঠান্ডা বাতাসগুলো ঠান্ডাই রয়ে যেত।
দেখাই যাচ্ছে, প্রশ্নটা বোকার মতো হলেও উত্তরটা কিন্তু খুব একটা বোকার মতো না।

Were amazed! The question was perhaps a little foolishly. If it does not fit on the roof of the ceiling fan is on the ground, where the people walk by? You can not cut the legs? If the heater is hanging from the ceiling, then the heads will be hot. But do not let the fan, if you wish to sit down and put the AC in the above! Rather, it is a lot easier. Keep the heater is hanging from the ceiling, the wall of the fit can be AC! But that is not why?

It is not, a reasonable scientific reason behind it is. As we know, the wind grew heated when it gets and the resulting decline in the density of the upper side of the light goes up. In the cold air straight down to the bottom and warm air rises to the top. The reason for this policy is to keep the fan on or esike and hitarake is to lay down.
Fan or air-conditioner is fitted over the top of it to cool down the air. The cold air was heavy and the heat comes down to the bottom to the top of the light wind sent. This hot air is then cooled down again, and the phases of the whole house is air-cooled. If you do not put it down on top of fan now been fitted, then it was cold and the heavy cold air just below batasakei sat down. Having been at the top of the hot weather! Batasagulo.
Similarly, the heater is to keep the warm air in the lower left it at first. As the hot air at the top of the light goes up and sent to the bottom of the cold, heavy wind. The heater to heat the cold air in the upper side of the hot air rises, and the phases of the whole house is warm. If you were hooked on the heater is now down to just above the batasakei it was hot and the hot air was sitting on. As a result, there was the cold batasagulo cooling.
Obviously, the answer to that question is stupid, but not too stupid.

No comments:

Powered by Blogger.