Breaking News
recent

মহাকাশের বিস্ময় ধুমকেতুর জন্ম মৃত্যু ও পরিনতি || Wonders of the comet, and the consequences of the death of outer space



মহাকাশ এক অজানা অধ্যায়।আর এই অজানা অধ্যায়ে আছে হাজার অজানা বস্তু, যার কিছু কিছুর সন্ধান আমরা জানি।আর কিছুর সন্ধান হয়তো এখনো জানি না।আর এ সকল বস্তুর মধ্যে কিছু বস্তু মানুষের মনে মনেক কৌতূহল সৃষ্টি করে।তার মধ্যে ধুমকেতু একটি।প্রাচীন কালে মানুষ এগুলো দেখে বিস্ময়ে হতোবাক হয়ে যেত।আর ভাবত এটি বুঝি অশুভ কিছু।যাই হোক আর কথা বাড়াবো না।আসুন আজকে জেনে নেওয়া যাক ধুমকেতুর জন্ম মৃত্যু ও পরিনতি সম্পর্কে।

This chapter of the unknown unknown unknown adhyayaara space objects, which some experts still know that we look for something janiara naara some of these things sound like object creates curiosity in the mind of the comet ekatipracina times karetara They marveled at the yetaara hatobaka people realize it is thought to increase the evil kichuyai naasuna Today let's see whether the comet about the consequences of death and birth.

ধূমকেতুর জন্মঃ

ধারণা করা হয় স্বল্পকালীন ধূমকেতুর জন্ম বামন গ্রহগুলো বা সেন্টর থেকে এবং কুইপার বেল্ট ও নেপচুনের কক্ষপথের বাইরের এলাকায় যে ছড়িয়ে থাকা বিভিন্ন বস্তুর চাকতির মত এলাকা আছে সেখান থেকে; দীর্ঘকালীন ধূমকেতুর জন্ম ওরট মেঘ থেকে যা সৌরজগতের সবচে দূরের এলাকা এবং এখানে বরফপিণ্ডের মত অনেক বস্তু গোলাকার কক্ষপথে ঘূর্ণায়মান বলে মনে করা হয়। কুইপার বেল্টে বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বা ওরট মেঘে নিকটবর্তী কোনও নক্ষত্রের প্রভাবে কোনও বস্তু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের দিকে এলে নতুন ধূমকেতুর জন্ম হবে। কিন্তু ধূমকেতুর জন্মের এই প্রক্রিয়া হিসাব করে বের করা সম্ভব হয়নি। কিছু ধূমকেতুর পর্যায়কাল বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পরিবর্তিত হতে পারে। যেমন 11P/Tempel-Swift-LINEAR ধূমকেতু ১৮৬৯ সালে আবিষ্কৃত হলেও ১৯০৮ সালের পর আর দেখা যায় নি কারণ হল বৃহস্পতি। পরে ২০০১ সালে LINEAR দ্বারা পুনরায় আবিষ্কৃত হয়।



সৌরজগত ছেড়ে চলে যাওয়াঃ

বৃহস্পতির মত বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে একটি ধূমকেতু সৌরজগত ছেড়ে চলে যেতে পারে।কারন এই রকম বড় গ্রহের মহাকর্ষীয় টান অনেক সময় সূর্যের চেয়ে বেশী হওয়ায় সেটি সূর্যের আকর্ষণ ভেদ করে মহাকাশে চলে যায়।

Cometary born

The idea is that of a short-term comets or dwarf planets beyond the orbit of Neptune in the center and kuipara belt and the various objects that spread from the area of ​​the disc; Orata of comet clouds in the solar system's most distant from the long-term in the area and many objects like baraphapindera circular orbit is considered. Kuipara belt of the gravity of the planets and stars under the influence of any force or any objects near the clouds orata elliptical orbit around the sun when the new comet will be born. But the comet was born, this process can not be measured. Period comets, planets, some stars may be changed under the influence of gravity. As 11P / Tempel-Swift-LINEAR comet discovered in 1869 but was never seen again after 1908 because Jupiter. 001 in re-discovered by the LINEAR.



Yaoyah leave the solar system

Jupiter, the largest planet in the solar system comet's gravity force to leave a planet's gravitational pull of this kind parekarana much more than the sun, because the sun's attraction goes through space.



Last volatile substances haoyah

The Jupiter family of comets, or about 1000 times the life span of 10,000 years to orbit the sun. But the long-term dhumaketugulora 10% to about 50 times that orbit the sun, and only 1% to about 000 times the orbit. After the end of the inner fume.



Yaoyah be cut

AD iphorasa on ancient historian. Said the 4th century were already dividing into a comet. The September (1882 II) is the nucleus of a comet is to the Sun, which went into four distinct nucleus to 500 by the end of 2900 will come back. In addition, in 1995, Comet 73P / Schwassmann-Wachmann 3 comet began to break down. Sanagrejara craze of them is called Comet. The breakdown of the sun away from the large planet in the solar tide or be under the influence of gravity.



Conflict and atmahutih

A comet may fall as the sun successfully Howard-kumana-Michel (1979 XI) 1979 at the end of August or may collide with the planet in July 1994, Comet Shoemaker-Levy as the pieces are falling brhaspatite. Luis and Walter Alvarez in the 6.5 billion years ago, a comet or an asteroid large dainosarasaha many species have become extinct as a result. The idea came from the comet after the birth of enough water. However, no evidence was found. Tathyasahayika: Wikipedia.

উদ্বায়ী পদার্থ শেষ হওয়াঃ

এই কারণে বৃহস্পতি পরিবারের ধূমকেতুর আয়ু ১০০০০ বছর বা প্রায় ১০০০ বার সূর্যকে প্রদক্ষিণ করা। কিন্তু দীর্ঘকালীন ধূমকেতুগুলোর ১০% মাত্র ৫০বার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে এবং মাত্র ১% প্রায় ২০০০ বার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। এরপরে ভেতরের উদ্বায়ী পদার্থ পুরোপুরি শেষ হয়ে যায়।



খণ্ড খণ্ড হয়ে যাওয়াঃ

প্রাচীন ইতিহাসবিদ ইফোরাস প্রথম খ্রি. পূর্ব ৪র্থ শতকে বলেন একটি ধূমকেতু দুইভাগে ভাগ হয়ে গেছিল। বিশাল সেপ্টেম্বর (1882 II) ধূমকেতুর নিউক্লিয়াস সূর্যের খুব কাছে গিয়ে চারটি স্বতন্ত্র নিউক্লিয়াসে ভাগ হয় যা ২৫০০ থেকে ২৯০০ সালের মধ্যে আবার ফিরে আসবে। এছাড়া ১৯৯৫ সালে Comet 73P/Schwassmann-Wachmann 3 ধূমকেতু ভেঙ্গে যেতে শুরু করে। এগুলোকে ক্রেজ সানগ্রেজার পরিবারের ধূমকেতু বলা হয়। এই ভাঙ্গন সূর্যের খুব কাছ দিয়ে গেলে সৌর জোয়ার বা বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে হতে পারে।



সংঘর্ষ ও আত্মাহুতিঃ

কোনও ধূমকেতু সূর্যে সফলভাবে পতিত হতে পারে যেমন হাওয়ার্ড-কূমন-মিশেল (1979 XI) ১৯৭৯ সালের আগস্টের শেষে অথবা গ্রহের সাথে সংঘর্ষ হতে পারে যেমন Shoemaker-Levy ধূমকেতু ১৯৯৪ সালের জুলাইতে খণ্ড খণ্ড হয়ে বৃহস্পতিতে পতিত হয়। লুইস ও ওয়াল্টার আলভারেজের মতে ৬.৫ কোটি বছর আগে কোনও ধূমকেতু বা বৃহৎ কোন উল্কাপাতের ফলে ডাইনোসরসহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। অনেকের ধারণা পৃথিবীর জন্মের পর যথেষ্ট পরিমাণ পানি ধূমকেতু থেকে এসেছিল । তবে এ ব্যাপারে কোন প্রমান পাওয়া যায় নি।    তথ্যসহায়িকা  : উইকিপিডিয়া।








No comments:

Powered by Blogger.