Why is sneezing suddenly see the light? || হঠাৎ আলো দেখলে হাঁচি হয় কেন?
অন্ধকার থেকে আলোতে গেলে কিংবা সূর্যের দিকে তাকালে কি আপনার হাঁচি হয়? এক তৃতীয়াংশ লোকে বলবে হ্যাঁ হয়, বাকিরাও চিন্তায় পরে যাবে। আলো দেখে এভাবে হাঁচি দেয়াকে বলে photic sneeze reflex.
এই প্রশ্নটি অনেক মহাজ্ঞানীকেও ভাবিয়েছে। এরিস্টটল মনে করতেন নাকের উপর সূর্যের তাপ এজন্য দায়ী। আবার ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন ভেবেছিলেন সূর্যের আলোয় যে চোখের পানি হয়, তা নাকে গিয়ে হাঁচির উদ্রেক করে। কিন্তু ফিজিওলজি বা শারীরবিদ্যা অনুযায়ী তা সম্ভব না।
নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, হাঁচির স্টিমুলেশন বহন করে ট্রাইজেমিনাল নার্ভ। ব্রেইনের ভেতর তা অপটিক বা চোখের নার্ভের কাছাকাছি থাকে। তীব্র আলোর অনুভুতি অপটিক নার্ভ দিয়ে বাহিত হবার সময় তা ট্রাইজেমিনাল নার্ভ কেও স্টিমুলেট করে, ফলে হাঁচি হয়।
কিন্তু কোন অসুস্থতার সাথে সম্পর্ক না থাকায় এই বিষয়টি নিয়ে তেমন গবেষণা হয় নি। তবুও, ১৯৬০ সালের এক গবেষণায় দেখা যায় এই বৈশিষ্ট্য আমাদের জিন বা বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটি অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য। তাই বাবা বা মা যে কোন একজনের থাকলে অর্ধেক সন্তানে এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে।
When you look at the sun or the light of what you are sneezing? One third of the people will say yes, while others are worried. Sneezes, to give the light to see the photic sneeze reflex.
This is the question many mahajnanikeo bhabiyeche. Aristotle believed that the sun's heat on the nose, is responsible for this. English philosopher Francis Bacon once thought were tears in the light of the sun, it raised nose to sneeze at. But it is not done in accordance with the physiology or anatomy.
According to a new scientific explanation, sneeze carries traijeminala nerve stimulation. It is near the optic nerve into the brain or eyes. Feeling light carried by the optic nerve, the nerve of the time traijeminala distinguished by simulator, the result is sneezing.
But what to do with illness, because this issue has not been studied much. However, one 1960 study found that this feature is controlled by our genes or heredity, and it features atojomala evident. So, half of the children without parents or any one of these features will be revealed.
No comments: