২ মাসের ছুটি নিয়েছেন জুকারবার্গ || Zuckerberg took two months off!
সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হল ফেসবুক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও অনেক জনপ্রিয়। কিন্তু সম্প্রতি তিনি দুইমাসের ছুটি নিতে যাচ্ছেন ফেসবুক থেকে।
সিলিকন ভ্যালীতে পিতৃত্বকালীন ছুটি নেয়া অবশ্যই বাঞ্ছনীয় বিষয়। মার্ক জুকারবার্গ তার প্রথম সন্তানের আগমনের খুশিতে ফেসবুক থেকে ২ মাসের ছুটি নিচ্ছেন। মার্ক জুকারবার্গ ও প্রিসচিলা চ্যান তাদের প্রথম কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে সময় পাড় করছেন। তাদের সন্তান জন্মের পর জুকারবার্গ ২ মাসের জন্য ছুটিতে চলে যাবেন।
এ সম্পর্কে জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, ‘আমি এবং প্রিসচিলা আমাদের কন্যার আগমনের জন্য প্রস্তুত হচ্ছি। আমরা আমাদের ছোটকালের পছন্দের সকল খেলনা ও বই সংগ্রহ করছি। আমরা আরও চিন্তা করছি যে, প্রথম মাসে আমরা কীভাবে তার দেখাশুনা করব। এটা অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যখন আমাদের কন্যা আসবে তখন আমি দুই মাসের ছুটি নেয়ার সিদ্ধান্ত নিয়েছি’।
তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ফেসবুক তাদের কর্মচারীকে পিতৃত্ব কালীন ছুটির জন্য চার মাস সময় দেন। সেটা তাদের শিশুর জন্মের এক বছরের মধ্যে যে কোন সময় হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, সন্তান যখন তাদের বাবা-মা উভয়ের কাছে পালিত হন তখন তা শিশু ও পরিবার উভয়ের জন্য ভাল। প্রতিদিন আমরা সকল বিষয়ের প্রতি আরও বেশি বাস্তব হয়ে উঠছি এবং আমাদের জীবনের পরবর্তী স্তরে উঠার জন্য অনেক বেশি উত্তেজিত।’
২ মাস ফেসবুক থেকে দূরে থাকা অবশ্যই অনেক সমস্যা এনে দিতে পারে। কারণ তিনি কোম্পানির প্রায় ৫০ শতাংশের কাজ দেখেন। তবে তার স্থানে কে দায়িত্ব পালন করবেন সে বিষয়ে এখনও জানা যায় নি।–সূত্র: ইন্ডিয়া টুডে।
Facebook is one of the means of social communication. Facebook founder Mark Zuckerberg popular. But recently he's going to take two months off from Facebook.
Silicon Valley is in the course of taking paternal leave. Mark Zuckerberg, the arrival of her first child two months to leave voluntarily taking on Facebook. Mark Zuckerberg and Chan prisacila forward to their first daughter, the bank said. Zuckerberg after the birth of their child will go on vacation for two months.
Zuckerberg posted on his Facebook wall about it, and I'm getting ready for the arrival of our daughter prisacila. We want our youth to collect all the toys and books. We're thinking that, in the first month, we'll learn how to look after her. It's a very personal decision, and when our daughter When I decided to take a two-month vacation.
He said, "the Facebook of their employees during parental leave to four months. Within a year of the birth of their child may be at any time. Various studies show that, when the child was brought to both their parents, and it is good for both children and families. It does all the things we do every day to become more real and more excited for our life, rise to the next level. "
Two months away from Facebook could certainly bring a lot of problems. More than 50 percent of the company's work because he sees. However, there were still about who will be responsible for ni-Source: India Today.
No comments: