রাগ কমাতে চান? প্রতিদিন খান এই খাবারগুলো || We want to reduce the anger? Eat these foods every day
রেগে গেলেন তো হেরে গেলেন’- বহুল প্রচলিত একটি কথা। কথাটি অনেকাংশে সত্যি। রাগ কখনও কোন সমস্যার সমধান হতে পারে না। অনেকেই আছেন যারা খুব সহজে রেগে যান। আর রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন যা তাদেরকে বিপদে ফেলে দেয়। মাঝে মাঝে রাগ হতে পারে, কিন্তু এই রাগ যখন নিত্যদিনের সঙ্গী হয়ে যায় তখন তা ভয়ংকর রূপ নেয়। গবেষণায় দেখা গেছে কিছু খাবার আছে যা আমাদের মুডকে নিয়ন্ত্রণ করে থাকে। এই খাবারগুলো আমাদের মনের সাথে সম্পর্কিত। কিছু খাবার আছে যা আমাদের নার্ভকে উত্তেজিত করে তোলে আবার কিছু খাবার আছে যা আমাদের মনকে শান্ত করে দেয়। এমন কিছু খাবারের কথা আজ আমরা জানাব।
১। ডিম
ডিম আপনার মুডকে প্রভাবিত করে থাকে। এতে প্রোটিন, ভিটামিন বি, ডি, আছে যা আপনার রাগ নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিদিনকার খাদ্যতালিকায় ১টি বা ২টি ডিম রাখার চেষ্টা করুন। ডিম সিদ্ধ বা ভাজি যেকোন উপায়ে খেতে পারেন।
২। কলা
কলাতে প্রচুর প্ররিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম আছে যা আপনার নার্ভকে শান্ত রাখে। নিয়মিত কলা খাওয়ার ফলে আপনার নার্ভ অনেকটা শান্ত হয়ে যাবে।
৩। অ্যাভাকাডো
অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যা মস্তিষ্কের কোষকে দক্ষতার সাথে পরিচালনা করে থাকে। এতে বিটা ক্যারাটিন, লুটিন, ভিটামিন ই, এবং গ্লুটাথায়ন আছে। যা নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। আপনি এটি সালাদ বা স্মুথি দুইভাবে খেতে পারেন।
৪। নুডলস
নুডলস কারো খুব পছন্দের খাবার আবার কারোর একদমই পছন্দ না। কিন্তু এই খাবারটি আপনার রাগ কমাতে সাহায্য করে থাকে। নিয়মিত নুডলস খান আর দেখুন আপনার নার্ভ আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে। তবে হ্যাঁ নুডলসে অতিরিক্ত ঝাল দিবেন না।
৫। আলু
কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি সমৃদ্ধি একটি খাবার হল আলু। এটি রক্তচাপ কমিয়ে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। মজাদার এই সবজিটি নিয়মিত খান আর রাগকে নিয়ে আসুন আপনার হাতের মুঠোয়।
৬। আপেল এবং পিনাট বাটার
রাগকে নিয়ন্ত্রণ করতে আপেল এবং পিনাট বাটারের জুড়ি নেই। হঠাৎ খুব রাগ হল একটি আপেল খেয়ে নিন আর দেখুন রাগ অনেক কমে গেছে।
৭। ভাজা পনির
পনির খাবারটি এমনিতে অনেক মজাদার আর এই মজাদার খাবারটি আপনার রাগকে নিয়ন্ত্রণ করে থাকে। পনিরে আছে কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম যা আপনার শরীরের শক্তি যোগানোর পাশাপাশি আপনার রাগকেও নিয়ন্ত্রণ করে থাকবে।
I was angry about losing a gelena common. Logically largely true. Samadhana no problem can not be angry. Many people who are angry very easily. He was angry and said something that got them into trouble. Sometimes I can be angry, but the anger is constant companions when he became terrible. Studies have shown that some of the foods that controls our moods. This is related to the food on our mind. Some of the foods that have some food that makes us narbhake excited that in our minds. Today we tell about some of the dishes.
1. Eggs
Eggs that affect your moods. The protein, vitamin B, D, which is to control your anger. 1 or two eggs daily diet to keep. You can eat boiled or fried eggs anyway.
II. Bananas
Lots of B vitamins and potassium which are banana prarimane keeps you cool narbhake. Regular intake of bananas would result in a lot of nerve.
3. Ayabhakado
There are plenty of B vitamins, which ayabhakadote brain cells operate efficiently. The beta kyaratina, lutina, vitamin E, and glutathione have. Narbhake which helps to keep quiet. It's two ways you can eat salad or smuthi.
4. Noodles
Others not at all like someone very like noodles meal. But this dish is to reduce your anger. Eat regular noodles are cold and your nerve than the previous one. Yes nudalase not pay extra solder.
5. Potato
Carbohydrate and vitamin B-Bonanza is a meal of potatoes. This helps to lower blood pressure and reduce your stress. Eat vegetables and anger in this amusing and bring your hands regularly.
6. Apples and peanut butter
Apple does not control the anger and peanut buttered pair. Suddenly angry, very angry, and I eat a lot of apples has fallen.
7. Grilled cheese
Normally, this is a lot funnier and funnier cheese dish meal is to control your anger. There panire carbohydrates and calcium, as well as provide the energy your body will have to control your anger.
No comments: