Sunday, May 11 2025

ওয়ার্ডপ্রেসের পূর্ণ সংস্করণ ওয়ার্ডপ্রেস ডটকমকে সম্পূর্ণ নতুন করে গড়ে তোলা হয়েছে। এখন ওয়ার্ডপ্রেস ডটকম ওপেনসোর্স এবং ওয়ার্ডপ্রেসের একটি ডেস্কটপ অ্যাপও রয়েছে || The full version of WordPress, WordPress had been developed completely new. Now, on the open source WordPress and WordPress has a desktop app.


এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, বর্তমানে বিশ্বের ২৫ শতাংশ ওয়েব ওয়ার্ডপ্রেসে চলে এবং নতুন ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরণের পরিবর্তন আনা হয়েছে।
প্রতিবেদনটির আলোকে জেনে নেওয়া যাক ওয়ার্ডপ্রেসের পরিবর্তন সম্পর্কে-
প্রথমেই যে পরিবর্তনটি আনা হয়েছে, তা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডটকমকে ওয়ার্ডপ্রেস কোর থেকে সম্পূর্ণ পৃথক করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ডটকম এখন এমন একটি অ্যাডমিন ইন্টারফেইস যা ওয়ার্ডপ্রেস কোর এবং এর মতো অন্য তৃতীয়পক্ষের ইন্টারফেইস ও অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে।
দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডটকম-এ পিএইচপি ও মাইএসকিউএল ব্যবহারের পরিবর্তে এতে জাভাস্ক্রিপ্ট ও এপিআই কলস ব্যবহার করেছেন ডেভেলপাররা। ফলে ওয়েবসাইটে যাওয়া মাত্র সার্ভার থেকে ভিজিটকারী একটি পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস ক্লায়েন্ট পাবেন এবং যেটি অধিকাংশ ব্রাউজারেই চলবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
সর্বশেষ যে পরিবর্তটি আনা হয়েছে, তা হল- ওয়ার্ডপ্রেসের সব কিছু ওপেন সোর্স করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যবহারকারী চাইলে কোড দেখা থেকে শুরু করে কোডটিকে পুনরায় ব্যবহার করতে পারবেন।
আগ্রহীরা চাইলে ম্যাকে ওয়ার্ডপ্রেস অ্যাপ ডাউনলোড করে, সেটির মাধ্যমেও ওয়ার্ডপ্রেস ডটকম-এ প্রবেশ করতে পারবেন। আর অ্যাপটির উইন্ডোজ ও লিনাক্স সংস্করণও নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

According to a report by the technical site ok, 5 percent of the world into our WordPress and WordPress different kinds of new changes.
Let us know about the change in the light of the report of WordPress
The first change has been brought, it is completely separate from the core WordPress WordPress told. WordPress admin interface of WordPress, which is now the core of the government and other third-party interface of the app will be able to work with.
WordPress is the second change in government, instead of using PHP and MySQL, and JavaScript developers have used the API pitcher. As a result, the website is to get the client to the server and WordPress bhijitakari a full-fledged browser, most of which claimed to be ok.
The latest changes, all things WordPress is that it has been open source. As a result, users are able to re-use code in the code to see.
Anyone wishing to download the WordPress App for Mac, you can access it through the WordPress Thursday. Windows and Linux versions of the App said it is ok.

No comments:

Powered by Blogger.